আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫জন নিহত ও গুরুতর আহত-১

জালালুর রহমান, স্টাফ রিপোর্টারঃ  মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫জন সদস্য নিহত এবং ১জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলো, ফয়জুর রহমান (৪৮) শিল্পী বেগম (৩৮) সামিয়া বেগম (১৪) সাবিনা বেগম (১১) সায়েম উদ্দিন (৯)। আহত সোনিয়া বেগম (৭)। ঘটনাটি মঙ্গলবার (২৬/মার্চ) ভোর রাতে জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মৃত রহমত আলীর বাড়ীতে ঘটেছে। জানা গেছে,পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে ঘরের চালে পড়ে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫জন সদস্য ঘটনাস্থলে প্রাণ হারায় এবং ১জন গুরতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ ব্যাপারে এলাকায় শোকের মাতম বইছে। এ বিষয়ে জানতে চাইলে পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান রুয়েল উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ঠে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।