আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

সিলেটের মরমী সাধকরা এ অঞ্চলের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন- ললিতকলা একাডেমীর অনুষ্ঠানে শফিউল আলম চৌধুরী নাদেল এমপি

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা বলেছেন, সুস্থ চর্চার মাধ্যমে জাতি বিকশিত হয়, সুস্থ ধারার সাংস্কৃতিকে এগিয়ে নিতে উচ্চাঙ্গ সংগীতকে লালন করতে হবে। ভারত ও বাংলাদেশ সম্পর্ক নির্ভীড়ভাবে কাজ করছে। সিলেট ললিতকলা একাডেমী তাঁর উদাহরণ। তিনি শিশু-কিশোর সংগীতকে এগিয়ে নিয়ে সবাইকে কাজ করার আহবান জানান।

শনিবার (৯ মার্চ) বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ নজরুল একাডেমীতে গভঃ রেজিস্টার প্রতিষ্ঠান সিলেট ললিতকলা একাডেমী আয়োজিত বার্ষিক সনদ বিতরণ, সংবর্ধনা প্রদান ও উচ্চাঙ্গ সংগীত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে সিলেটস্থ সহকারী ভারতীয় হাইকমিশনার (ভারপ্রাপ্ত) কুন্তলা কালরা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, আধ্যাত্মিক নগরী সিলেট। এ অঞ্চলের অসংখ্য মরমী সাধক ও গায়করা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করছেন। আবহমানকাল ধরে সেই চর্চাটা আমাদের সিলেটে চলে আসছে। সেই সাথে জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করছে। ছোট ছোট সোনামণিদের সংগীত চর্চায় এগিয়ে নিতে সিলেট ললিতকলা একাডেমী কাজ করে যাচ্ছে।

সিলেট ললিতকলা একাডেমীর অধ্যক্ষ বিপ্রদাস ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী।

আদ্রিতা তালুকদারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

এসময় সিলেট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান ভূঁইয়া, ললিতকলা একাডেমী বিদু ভূষণ ভট্টাচার্য সহ শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেষে অনুষ্ঠানের উদ্বোধক হাই কমিশনার শকুন্তলা কালরা ও অতিথিবৃন্দরা একাডেমীর শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেন।