আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

মহান বিজয় দিবসে গোপালগঞ্জ গাঙচিলে বিজয়ের কবিতা উৎসব অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

মহান বিজয় দিবসে গোপালগঞ্জ গাঙচিলে বিজয়ের কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ মহিলা কলেজ মিলনায়তনে দিপল কান্তি বিশ্বাস (দুর্জয়) সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ কবি সেখ বেনজীর আহমেদ।

প্রাক্তন জেলা শিক্ষা অফিসার কবি নরেশ চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী।

বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক কবি হামিমুর রহমান, সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদ আলী, কবি জয় গোপাল বিশ্বাস, কবি নয়ন বালা, সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, কবি জয় বিকাশ চৌধুরী শ্রী মধু, মৃনাল কান্তি সেন।

বিজয় দিবসের কবিতা পাঠ করেন কবি অধ্যাপক বেনজির আহমেদ, রবীন্দ্রনাথ অধিকারী, রনজিত সরকার, শ্রীমধু, জয় গোপাল বিশ্বাস, হামিমমুর রহমান, দিপল কান্তি বিশ্বাস, খন্দকার মাহমুদ আলী, কল্পনা শিরালী, আয়েশা আক্তার, নরেশ চন্দ্র দাস, রমেন্দ্র নাথ বিশ্বাস, মৃনাল কান্তি বিশ্বাস, সাংবাদিক মাহমুদ, লেলিন ঠাকুর, প্রান্তি সরকার, বিষ্ণুপদ বিশ্বাস, নয়ন বালা প্রমুখ কবিবৃন্দ।
অনুলিখনঃ স’লিপক।