আজ-  ,


সময় শিরোনাম:
«» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা «» সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠিত «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব গ্রহণ

নওগাঁয় পাঁচ ডাকাত আটক

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় রাস্তায় ককটেল ফাটিয়ে ডাকাতি করার অভিযোগে পাঁচ ডাকাত সদস্যকে আটক করেছে থানা পুলিশ। এরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি (পত্তনডাংগা) গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সায়েদ আলী (২৬), গোমস্তাপুর উপজেলার দুবইল (ঘোলাদিঘি) গ্রামের আজিবুর আলীর ছেলে তাজেল আলী (২১), শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের মৃত আস্তমিয়ার ছেলে সাইফুল ইসলাম মোক্তার আলী ওরফে মোক্তা (২৬), গোমস্তাপুর উপজেলার সুখানদিঘি (কান্দুপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৮) ও শিবগঞ্জ উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের ইসরাইল আলীর ছেলে হাসান আলী (২০)।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে সরাইগাছি-আড্ডা রোডের মোশানতলা নামক স্থানে ১২-১৫ জনের একটি ডাকাতদল সাপাহার থেকে আসা একটি ট্রাক ডাকাতি করছিল। এসময় ডাকাত সদস্যরা ককটেল ফাটিয়ে রোডে আতংক সৃষ্টি করে। এতে ট্রাকের দুইজন ব্যক্তি আহত হয়। আহতরা সেদিন রাতেই সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে বলে জানা গেছে।

তবে ওই সময় ট্রাকে থাকা লোকজনের চিৎকারে পাশের গ্রাম থেকে তেতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক শাহ্ এর নির্দেশে প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। ফলে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। একই সময় ডাকাত দলের একজন সদস্যকে ভ্যান সহ তারা আটক করে পুলিশে সোপর্দ করেন।

আটককৃতের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার ভোরে পোরশা থানা পুলিশ চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর এলাকা থেকে ডাকাত সদস্যদের আটক করেন।

এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতদের শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর ডাকাত সদস্যদের আটকের চেষ্ঠা চলছে বলে থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সাংবাদিকদের কাছে এসব তথ্য নিশ্চিত করেছেন।