আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে কর্মচারীদের বেতনসহ যাবতীয় বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে- সিলেটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান «» Press release «»

বগুড়ার আদমদীঘিতে ছুরিকাঘাতে এক কিশোর খুন

আদমদীঘি বগুড়া, প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সিহাব হোসেন (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। এঘটনার তার দুই বন্ধুও মারাক্তর আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার রক্তদোহ বেইলি ব্র‍িজে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সিহাব উপজেলার দমদমা গ্রামের হারুন অর রশিদের ছেলে। আহতরা হলেন, ওই গ্রামের টুটুলের ছেলে প্রহর ও শহিদুল ইসলাম ছেলে সিহাব। এব্যাপারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জানাযায়, উপজেলার দমদমা গ্রামের সিহাব, প্রহর ও সিহাব তিন বন্ধু সন্ধ্যায় রক্তদোহ বেইলি ব্র‍িজে ঘুরতে যায়। সেখানে পার্শ্ববর্তী করজবাড়ি গ্রামের একলাছ আলীর ছেলে শিপলু নামের এক যুবক পূর্ব শত্রুতার জের ধরে সিহাব হোসেনের গলায় ছুরিকাঘাত করে। এতে করে তার গলার রগ কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে বাচাতে গেলে তার দুই বন্ধু প্রহর ও সিহাবকে তাদেরকেও ছুরিকাঘাত করে শিপলু ব্র‍িজ থেকে পানিতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়া তাদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসকের কাছে নেওয়া হলে সিহাবকে মৃত ঘোষণা করেন। আর তার দুই বন্ধু চিকিৎসকাধীন অবস্থায় রয়েছে। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জলাল উদ্দীন জড়িত শিবলুকে ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।