আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক চিহ্নিত চোর গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধার

সিলেট, ১৮/০৭/২০২০ খ্রিঃ তারিখ কোতোয়ালী মডেল থানাধীন লালাদিঘীরপাড় সাকিনস্থ জনৈক আকবুল হোসেন এর কলোনীতে চোরাইকৃত মালামাল ক্রয়-বিক্রয় হইতেছে গোপন সংবাদ প্রাপ্ত হইয়া উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এর সার্বিক নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার একটি চৌকস দল উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করিয়া একাধিক চুরি/ছিনতাই মামলার আসামী চিহ্নিত চোর মোঃ রাজিব হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হইতে চোরাইকৃত ০৫টি ইমিটিশনের বালা, ০১ জোড়া ইমিটিশনের জুমকা, ০১টি ঝধসংধহম মোবাইল সেট, ০১টি ওয়ালটন গগ-২০ মডেলের মোবাইল সেট, ০১টি কালো কালার ওয়ালটন খ-৪ মোবাইল সেট, ০১টি ঙচচঙ মোবাইল সেট, ০৫টি খীঁ সাবান, ১১টি ছোট ঞরনবঃ সাবান এবং চোরাই কাজে ব্যবহৃত ০১টি লোহার তৈরী রেঞ্জ, ও ০১টি ধারালো বাটযুক্ত চাকু উদ্ধার পূর্বক জব্দ করেন। উল্লিখিত ঘটনার বিষয়ে এসআই/মোঃ রেজাউল করিম বাদী হইয়া থানায় এজাহার দায়ের করিলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তাং-১৯/০৭/২০২০খ্রিঃ, রুজু করা হয়। উক্ত মামলায় ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:

১। মো: রাজিব হোসেন (২৮) পিতা-মৃত আলী হোসেন, স্থায়ী: গ্রাম-নোয়াগাও (চরনারচর শ্বশুড় বাড়ী) উপজেলা/থানা-দিরাই, সুনামগঞ্জ, বর্তমান: গ্রাম-লালাদিঘীরপাড় (বাসা নং-৩৩, কলকালী আ/এ, আকবুল হোসেন এর কলোনী) উপজেলা/থানা-সিলেট সদর (কোতোয়ালী), সিলেট।

ধৃত আসামী ১। মো: রাজিব হোসেন এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় ০৫ টি মামলা রয়েছে।