আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» জুড়ীতে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাকারিয়া শিবলুর সমর্থনে গোয়ালবাড়ী বাজারে নির্বাচনী জনসভা «» কমলগঞ্জের মিরতিংগা চা বাগানে কর্মচারীদের বেতনসহ যাবতীয় বকেয়া পাওনাদি আদায়ের দাবীতে অবস্থান কর্মসুচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত «» নকল হিজড়াদের আইনের আওতায় আনা হবে- সিলেটে মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান «» Press release «» «» মৌলভীবাজারে দুইদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন «» মৌলভীবাজারে আসছেন হযরতুল আল্লামা মুফতি মোঃ গিয়াস উদ্দিন আত্ব তাহেরী

কমলগঞ্জে ফিল্মি ষ্টাইলে বাইক চুরি

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ কমলগঞ্জ উপজেলার হীড অফিসের সামন থেকে ১৩ জানুয়ারি সন্ধায় ১৫০ সিসির ডিসকভার  ( ঢাকা – মেট্রো -ল ১৯-২০২৩) মোটরসাইকেল চুরি হয়েছে। জাকারিয়া আহমদ মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, আমার ভাগিনা করিম হীড অফিসের সামনে সাইকেল রেখে বটতল নামক বাজারে আসেন। বাজার থেকে সাইকেলের দিকে রওনা দিলে হঠাৎ দেখেন তার সাইকেল দুইজন লোক শ্রীমঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। করিম পেছন দিকে দৌড় দিয়ে উপায়ন্তর না দেখে হীডের সামনে দাঁড়িয়ে থাকা সিএনজিতে ৩ জন লোক আমাকে সহযোগীতা করতে চাইলে আমি তাদের সিএনজিতে ফাইভ ষ্টার হোটেল পর্যন্ত গেলে তারা করিমকে  বলেন পিছু নিয়ে আর লাভ হবেনা এরাতো অনেক দূর চলে গেছে,  তারা করিমকে  সেখানে নামিয়ে চলে যায়। আমার ভাগিনা ভারাক্রান্ত মন নিয়ে আবার কমলগঞ্জের  হীড অফিসের সামনে চলে আসেন। এখানে এসে জানতে পারেন তাকে যে সিএনজির লোকেরা সহযোগীতা করতে চাইছে,ফাইভ ষ্টার হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছিল এই সিএনজি করেই ছিনতাইকারী  ৫ জন আসে।  ২জন সাইকেলের তালা ভেঙ্গে সাইকেল নিয়ে যায়, বাকিরা সিএনজি দাড় করিয়ে ফিল্মি ষ্টাইলে  এখানেই ছিল।

জাকারিয়া আহমদ বলেন, এব্যাপারে পুলিশকে মৌখিক ভাবে জানানো হয়েছে।

 

প্রয়োজনে যোগাযোগ করুন,জাকারিয়া আহমদ।   01704142855