আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর «» মৌলভীবাজারে ১২৫ জন হজযাত্রীর অংশগ্রহণে মবশ্বির-রাবেয়া ট্রাষ্ট্রের ফ্রি হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত «» উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক প্রজন্মকে এগিয়ে আসতে হবে- সিসিক মেয়র «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

মৌলভীবাজার ৪ আসনে ষষ্ঠ বারের মতো বিপুল ভোটে আ.লীগের প্রার্থী ড. মো. আব্দুস শহীদ জয়ী

 


দীপ্তনিউজ ডটকম,
এহসান বিন মুজাহির:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে এক লক্ষ সতেরো হাজারের অধিক ভোট পেয়ে ষষ্ঠ বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আ.লীগের নৌকা প্রতিকের প্রার্থী উপাধ্যক্ষ আলহাজ্ব ড. মো. আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ও কমলগঞ্জ উপজেলায়মোট ৭২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতিকে তিনি পেয়েছেন ২,১১,৬৫৯ টি ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৯৪,২১৩ টি ভোট।

এছাড়া চরমোনাই পীর মনোনীত ইসলামী আন্দোলন এর প্রার্থী মাওলানা সালাহ উদ্দিন হাত পাখা প্রতিকে পেয়েছেন মোট ১৩২৫ ভোট এবং গণ ফোরামের প্রার্থী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ (সম্প্রতি শ্রীমঙ্গলে সাংবাদিক সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন) উদিয়মান সূর্য প্রতিকে পেয়েছেন মোট ১৪৭টি ভোট।

উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৮৩০জন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ২ লক্ষ ১৯ হাজার ৫৫০জন ও কমলগঞ্জ উপজেলায় ১ লক্ষ ৭৯ হাজার ২৮০ জন ।

লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়া প্রার্থীকে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পক্ষ থেকে অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর এসএমসির সভাপতি ইসমাইল মাহমুদ, স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়া।