আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

হুমায়ুন মোহাম্মদ এর ৫টি কবিতা

হুমায়ুন মোহাম্মদ এর ৫টি কবিতা

কাঁটাতারে বেড়া

জানি তুমি আছো চেয়ে তার চিঠির পানে!
নববর্ষে বৈশাখী শাড়ি নিয়ে
সে আসতো বা না আসতো
আমি আসতাম পুন্ডিবাড়িতে বাংলাদেশ থেকে
তোমাকে দেখতে পহেলা বৈশাখে ইলিশ মাছ নিয়ে
সূর্যোদয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে
চলে যেতাম তিস্তা নদীতে বেড়াতে
বেড়ানো শেষে নদীর তীরে বসে পান্তা ইলিশ খেয়ে
ফিরে আসতাম কাকিমার কাছে
দুপুরে বিশ্রাম নিয়ে
বিকেলে নিয়ে যেতাম তোমাকে বৈশাখী মেলাতে
কিনে দিতাম লাল ফিতে
আলতা দিতে পায়ে
পাতার বাঁশি মধুর সুরে বাজাতে
আমি দেখতাম চেয়ে
আমার পরিকল্পনা নষ্ট করেছে
বিভক্তির কাঁটাতারের বেড়াতে।
২৮-০৪-২৯২৪ইং

+++++++++++++++++++

খরাপোড়া মন

দেশি আপু
প্রচন্ড গরমে
ঢাকা থেকে
চলে গেছে
শাহজালালের পূণ্যভুমিতে
প্রত্যেহ সেখানে
অলির কল্যাণে
বৃষ্টি হচ্ছে
শুধু রাতে
দিনে সূর্যালোকে
ঘুরে বেড়াচ্ছে
ফেইসবুকে ছবি
পোস্ট দিচ্ছে
সুন্দর লাগছে
যদি যাইতাম
কবির সনে
ঘুরে বেড়াইতাম
কাব্যিক বনে
আনন্দ পাইতাম
খরাপোড়া মনে।
২৯-০৪-২০২৪ইং

+++++++++++++

বৃষ্টি আসবে

১৪৩১ সনে
তপ্ত বৈশাখে
অতিষ্ঠ প্রাণীকুল
প্রচন্ড গরমে
শিক্ষা প্রতিষ্ঠান
বন্ধ দিয়েছে
বৃষ্টির জন্য
হাহাকার দেশে
বৃষ্টি চেয়ে
নামাজ পড়ছে
অনেকে দোষছে
জলবায়ু পরিবর্তনকে
উত্যক্ত করছে
হিট অফিসারকে
আবহাওয়া দপ্তর
বলছে বিজ্ঞপ্তিতে
তাপদাহ কমবে
দোসরা মে!
তখন ফেইসবুকে
বৃষ্টি নিজে
পোস্ট দিয়েছে
ঊনত্রিশে এপ্রিলে
ছুটি শেষে
রাজধানী ঢাকাতে
বৃষ্টি আসবে।
২৮-০৪-২০২৪ইং

+++++++++++++

লাল সালাম

মহান মে দিবসে
অদক্ষ হাতে দু’টো কবিতা লিখে
ফেইসবুকের বদৌলতে বিভিন্ন গ্রুপে
বেশ কয়েকটি লাল সালাম পেয়েছি
তাই একটু স্মৃতিচারণ করছি।

লাল সালাম ভাসে কৈশোর স্মৃতিতে
হৃদয় কোণে এখনো আছে প্রীতিতে;
বাবা মামারা খালাতো ভাই
মামাতো বোনরাই লাল সালাম ছিল সবাই।

উনিশো ঊনাশিতে ঢাকায় এসে
কলেজে ভর্তি হয়ে
পড়ি রাজাকারের পাল্লায়
ইমাম খোমেনির ইসলামি বিপ্লব দিয়ে
রক্ষা করেন দয়াল আল্লায়।

উনিশশো সত্তর সনে
মধ্যবিত্ত ও শিক্ষিত
আত্মীয়-স্বজন ও এলকাবাসীগণকে
দেখতে পাই লাল সালামের সনে;
অথচ যাদের জন্য লাল সালাম
সেই মজদুরগণকে দেখতে পাই
জয় বাংলার সনে!
মাওসেতুং কার্ল মার্কস লেনিন নয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
চেনে ভালোবাসে ও মানে
যদিও ৬ দফার ১ দফাও নাহি জানে।

এখনো সেই গোলকধাঁধা আছে মনে
তা নিয়েই বেঁচে আছি বিচিত্র ভুবনে।
০২-০৫-২০২৪ইং

++++++++++++++++++++++

নারীদের জন্য ভাতা

নারী শ্রমিক
ভালো কর্মীক
বর্তমান যুগে
কাজ করে
ঘরে বাইরে;
তবু তার
মূল্যায়ন নাইরে
বাইরে-
মনোযোগ সহকারে
বেশি কাজ করে
অথচ মজুরি
কম দেয় তারে;
ঘরে-
অনেক কাজ করে
সন্তান গর্ভধারণ
জন্মদান ও
লালন-পালন করে
তারপরে কতকে
নির্যাতন করে;
মহান মে দিবসে
দাবি জানাই
সরকারের তরে
পয়তাল্লিশের পরে
নারীদের জন্যে যেন
ভাতার ব্যবস্থা করে।
০১-০৫-২০২৪ইং