আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

সাইফুদ্দিন চৌধুরী এর ২টি কবিতা

সাইফুদ্দিন চৌধুরী এর ২টি কবিতা

কেঁটে যায় দিন

কাঠফাঁটা রোদ্দুর
গরমের সমুদ্দুর
দিন কাঁটে কষ্টে
প্রাণ বায়ু ওষ্ঠে
এই বুঝি যায় যায়
কী যে করি হায় হায়
সেই সাথে বিদ্যুৎ
শান্তির মহা দূত
ধরা ছোঁয়ার বাইরে
করে তাইরে নাইরে
কেন আসে কেন যায়
শুধাবার কেউ নাই
বৃষ্টি তো গাঁ ছাড়া
বুঝিনা যে রীতি ধারা
প্রয়োজনে নাই পাশে
অসময়ে দেশ ভাসে;
তলিয়ে নগর পাড়া;
কৃষক সর্বহারা
বেঁচে থাকে আধমরা
স্বপ্নবিলাশ ছাড়া
কেঁটে যায় তবু দিন
সাদামাটা রঙহীন
দোষ দিই বল কাকে?
দেশ নাকি ভাগ্যকে?

++++++++++++++++

বৈশাখীর ভিসা

বৈশাখী তুমি পাওনি ভিসা?
দেশে আজো এলেনা যে?
ঈশান কোণে মেঘ জমিয়ে
কালবৈশাখীর দাপট নিয়ে?

দমকা হাওয়ায় বৃষ্টিবিলাস
দেখেনি তো এদেশবাসী
আকাশঢাকা কালো মেঘে
ছুটছো তুমি ঝড়ের বেগে।

চলার পথে চিহ্ন রেখে
এগিয়ে যাওয়া স্বভাব তোমার
থাকে সেথায় গাছের সারি
ভাঙাচোরা গড়াগড়ি।

দাবদাহকে শীতল করে
আরামদায়ক বানাও তুমি
তোমার সাধের বাতাস পেয়ে
মনটা ভারী যায় জুড়িয়ে।

পয়লা তারিখ তোমার মাসে
বাংগালী তাই নেচে গেয়ে
করে যে কত ডাকাডাকি
শুনতে তুমি পাওনা তা কি?

তোমার রূপের রুদ্র ঝলক
দেখতে পেয়ে হই যে খুশি
তাইতো এসো এ বাংলাতে
ঝড় জলোচ্ছাস বৃষ্টি সাথে।