আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

স’লিপক এর ৪টি কবিতা

স’লিপক এর ৪টি কবিতা

অনুভবে আছো তুমি
(কবিতা অধিকারী মালা)

কাছে নেই তবু তুমি আছো প্রাণে মিশে
দুপুরের তপ্তরোদের ছায়ার মতো পাশে।
এই মনে প্রেমসুরে বাজিয়ে যাও বীণ
তুমি ছাড়া এ ধরা যেন ধূসর; মলিন।
তুমি আছো প্রাণে তাই রাতে চাঁদ উঠে
তোমার স্পর্শে প্রাণের কুসুমবাগে ফুল ফুঁটে।
তুমি ছাড়া কবিতারা বড়ই অসহায়
বলো প্রিয়া, বলো আজ তুমি কোথায়?
অনুভবে আছো তুমি কবির হৃদয়ে
তুমি বিনে দু’নয়নে অঝর ধারা বহে।
মাধবকুন্ডের জলপ্রপাত শেষ হবার নয়
প্রকৃতির লীলা বুঝা কার সাধ্য হয়।।
০৫/০৮/২০১৮ইং, বর্ণকুঠির।

++++++++++++++++++++++

আমার আঙিনায়
(কবিতা অধিকারী মালা)

অন্ধকারে মিটিমিটি তাঁরা জ্বলে উঠে
মৃদু বাতাস বয়ে যায়; আমার আঙিনায়
হাতছানি দিয়ে কাছে ডাকে নিশুতি রাত,
আশায় আশায় শুধু পথ চেয়ে থাকি
দুরন্ত যৌবন নিরাশায় ভোগে রোজ;
তুমি বিনে, এভাবেই রাত কেঁটে হয় প্রভাত।
ভোর বিহানে পাখির গানের সুরে সুরে
বুকের গহীনে সুখদ্বীপ জেগে ওঠে;
আমি আবেগে আপ্লুত হই বারংবার,
ভাবি- এইতো কেঁটে যাবে অমানিশা;
সুখদ্বীপ জ্বেলে দুর করবো আমি
অপয়া যতো কালো; অন্ধকার।।
২৯/০৭/২০১৯ইং, সূর্যের হাসি ক্লিনিক, মৌলভীবাজার।

++++++++++++++++++++++++++++++++++

মাঝে মাঝে দিও দেখা
(কবিতা অধিকারী মালা)

তোমার সাথে দুনিয়াতে
সুখ নিয়েছি ভাগ করে,
হয়তো কোন দুঃখ পেয়ে
চলে গেছো রাগ করে।
রাগ করোনা লক্ষ্যিসোনা
আসছি আমি ক’দিন পর,
এইতো বেলা যাচ্ছে ডুবে;
ফিরবে পাখি আপন ঘর।
যাওনি বলে; যাচ্ছ চলে
নাহয় যেতাম একসাথে,
সাবার করে খাবার খেতাম
দু’জন বসে এক পাতে।
চাইলেই তো আর পাবোনা
দেখতে তোমায় একনজর,
মাঝে মাঝে দিও দেখা
নিশিতে স্বপ্নের ভেতর।।
২২/০৭/২০১৯ইং, আইনপুর, মৌলভীবাজার।

++++++++++++++++++++++++++++

জীবনসঙ্গিনী
(কবিতা অধিকারী মালা)
1

প্রথম দেখা প্রথম ছোঁয়া প্রথম অনুভূতি
যত কিছুই প্রথম; থাকবে হয়ে স্মৃতি।
চাওয়া পাওয়া নয়তো তেমন আহামরি কিছু
অতৃপ্ত বাসনা তাই নেই আমাদের পিছু।
পূর্ণিমার চাঁদের হাসি থাকবে ঠোটে ঠোটে
ভোরের শিশির কষ্টনদীর দুঃখ দিবে কেঁটে।
স্মৃতিভেলায় ভাসবো দু’জন জীবনতরী বেয়ে
বদলে যাওয়া পৃথিরীর স্বাদ ভাগ করে নিয়ে।
আমি হবো প্রজাপতি; তুমি কলমি ফুল
আমার ছোঁয়ায় তুমি আনন্দে খাবে দোল।
জীবনপথে চলবো মোরা হাতে রেখে হাত
তোমায় নিয়ে প্রতি ধাপে করবো বাজিমাত।
তোমার ঠোটে জমে থাকা সুধা পান করে
হাঁরিয়ে যাবো আমি অনিন্দ্য সুখ সাগরে।
বুকের মাঝে সুখের পরশ; শান্তির আশ্রয়
উষ্ণ আলিঙ্গনে কভুও যেন ব্যাঘাত না হয়।
সুখ বসন্তে কোকিল যেন কুহু গান গায়
উদাস দুপুরে ক্লান্ত সমাজ যেন শোনতে পায়।
চোরাবালিতে কভু যেন ডোবে যাইনা কেউ
আমি হবো গঙ্গা যমুনা; তুমি হয়ো ঢেউ।
আমি হবো কোমল প্রাণ; তুমি প্রাণশক্তি
অকুল সাগরে সাঁতরাতে কভু আসবেনা বিরক্তি।
থাকবেনা কভু দু’জনার ডোবে যাবার ভয়
কুলে ভীড়ে ফিরবো নীড়ে; জীবন করবো জয়।
নিশুতি রাতের অন্ধকারে হবো চাঁদের আলো
দুর হবে যত অপয়া আঁধার অমানিশা; কালো।
আমার যত গান কবিতা সব তোমাকে ঘিরে
সুখ শান্তি আনন্দ তৃপ্তি তোমাতেই খেলা করে।
তুমি আমার জীবনসঙ্গিনী; শুধু এ পরিচয় নয়
জনম জনম এ বন্ধন যেন অমলিন অটুট রয়।।
০৬/০৬/২০১৮ইং, বর্ণকুঠির।

  1. ↩︎