আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

মোস্তাফিজুর রহমান চৌধুরী এর ৩টি কবিতা

মোস্তাফিজুর রহমান চৌধুরী এর ৩টি কবিতা

শেখার প্রবণতা থাকা উত্তম

মনে মনে সবজান্তা শমসের হলে
অভিজ্ঞতার ঝুলি একদম ফাঁকা থাকে
বুঝতে পারে না অবোধ পুরুষ নারী।

নিজের ঢোঁল নিজে পিটিয়ে বেড়ায় শহরে বন্দরে গ্রামে
তার নিজের দশটা উপন্যাস কুঁড়িটা কাব্য
এক ডজন গল্প আধকুঁড়ি শিশুতোষ ছড়া!
সেলফি ছবি রয়েছে তার পাঁচ হাজারের কাছাকাছি
মন্ত্রী আমলা নেতা অভিনেতা অভিনেত্রী মডেল
গায়ক গায়িকা শিল্পপতি সমাজপতি
সাংবাদিক সম্পাদক সবার সাথে সংশ্লিষ্টতা!
তার বাপ দাদার ছিল বিশাল জমিদারী
নানা ছিল উজিরে মিল্লাত
মামার শশুড়বাড়ি ছিল লংলা নবাব বাড়ি!
বাট কেউ ই দেখে না ভালো চোখে
কারণ সে আস্ত একটা বদমেজাজী
নিরীহজনে করে দাম্ভিকতা প্রদর্শন
সে শুনে না কারো গুরুত্বপূর্ণ বক্তব্য
বুঝতে চায় না সমাজের সর্বস্তরের মানুষের জীবন দর্শন
চোখে তার রঙিন চশমা উড়লচণ্ডি মন মানসিকতা
সে একটা সবজান্তা শমসের!

কিছু কিছু লোক করে কবিতা চর্চা
নিজের লেখা পাঠ করে দৌড়ে আরেক প্রোগ্রামে
সে কোন দিন ই শুনে না অন্য কারো কবিতা
মহান মানুষের বক্তব্য তার কানে ঢুকে নি কখনো
তার নিজের রচনা জগৎ সেরা
এটা তার আত্মগৌরব!

যারা নিরবে নিভৃতে বসে কঠোর ধৈর্যধারণ করে
একে একে সকল গুণী মানুষের কথা শুনে
গভীর মনোযোগ সহকারে
কথার মাহাত্ম্য কথার তাৎপর্য বুঝতে চেষ্টা করে
এদের ঝুলি ফাঁকা হয় না কখনো।

রীটা মাছ থাকে গভীর জলে
এলং মাছ তেলেং তেলেং করে ডুবে না গভীরে!
মানুষের দিন দিন শেখার প্রবণতা হ্রাস পেলে
অবশেষে জাতি হবে মেধা শূণ্য ধীমান জ্ঞান শূন্য
শেখ সাদীর অমূল্য বচন
এক মন বিদ্যার সাথে লাগে বিবেক বুদ্ধি নয় মন!

মানব জীবনের অন্যতম উপার্জন হচ্ছে অভিজ্ঞতা!
অভিজ্ঞতাহীন মানুষের সাথে সংশ্লিষ্টতা রক্ষা করা
সম্ভব হয় না অনেকেরই।
মানব জীবনের শেখার শেষ নেই
কবরের আগ পর্যন্ত শিখতে হবে জানতে হবে!
মনে মনে সবজান্তা শমসের হলে বেলুন ফেঁটে যায়
যেখানে সেখানে যে কোন সময়ে।

বাণিজ্যিক বান্দরামী স্বভাব চরিত্র
চেপে রাখা সম্ভব হয় না যেমন
আত্মঅহমিকায় গদগদ করাজন
বেফাঁস মন্তব্য করে লজ্জিত হয় সময়ে বেসময়ে।

কৃতজ্ঞতা প্রকাশ করে যারা যারা
তাদের প্রতি বিধাতার করুণা কামনা নিরন্তর।
স্নেহের প্রতিদান ই সম্মান
সম্মানের প্রতিদান ও সম্মান
অঙ্কের মিল রয়েছে জগতের সকল কাজে!

জগতের যত জ্ঞানীগুণী মহাজন
সকলের ই এক উক্তি
আমি বিশাল জ্ঞান সমুদ্র তীরে নুড়ি কুঁড়াচ্ছি মাত্র।
কেন তুমি হে নির্বোধ?
মিছামিছি করো বৃথা আস্ফালন।

+++++++++++++++++++++++++++++++

কবি না পারে সইতে না পারে কইতে

কবির কবিতায় বিয়োগান্ত অধ্যায় রচনা
জীবন দর্শনে বিরহ বিচ্ছেদ ট্রাজেডি
প্রিয়জনের হঠাৎ করে প্রণয়
কত দিন দু’টি মনের ভাব আদান প্রদান
স্মৃতিটুকু উঁকি দেয় কল্প জানালায় প্রতিনিয়ত!
জীবন তরণী বয়ে গেছে দূর বহুদূরে!
একেকজনের সোনালী সংসারে
কেউ আজ স্বামী হারা কেউ বা স্ত্রী হারা!
সন্তান সন্ততি বড় হয়ে চলে গেছে ইউরোপ আমেরিকা!
এখন তাঁর বড্ড একাকী জীবন!
কেউ ভুলে গেছে স্ত্রী শোক কেউ বা স্বামী শোক!
তদুপরি সেই প্রথম যৌবনের প্রথম প্রেম
ভুলতে পারবে না কেউই জীবদ্দশায়!
সেই করুণ চিত্রগাঁথা রচনা!
একের পর এক বেরিয়ে আসে কবির সোনালী কবিতায়!
ট্রাজেডিহীন কেউ কি কবি হয়েছে এ ধরায়?

পাঠক মহল বন্ধু মহল
পাঠ করে কমেন্ট করে বাহ ফাটাফাটি প্রকাশ!
কেউ বলে চমৎকার রচনা শৈলী!
কবি নিরবে নিভৃতে কাঁদে অভি নিশি!
না পারে কইতে না পারে সইতে!

কেউ কেউ একাধিক বার প্রেম করেও
হয়নি বাস্তব মিলন! সংসার জীবন!
কত ভ্রমণ কাহিনী কত সুমধুর আড্ডা
কত কত অনুষ্ঠানের চিত্র
এক সাথে একই স্কুল কলেজ ভার্সিটির সহপাঠী
কত গভীর হৃদ্যতা!

হায় বিধি বাম বাঁচে না রাই শ্যাম
না পেয়ে শ্যামের দরশন।
আজ দু’টো মন দু’টি গৃহে আলাদা আলাদা
রঙের ছোঁয়া লেগে সাজিয়ে ফুলশয্যা!
সুখ শান্তি গাড়ি বাড়ি অর্থ কড়ি যশ প্রতিপত্তি ক্ষমতা
সবই আছে ভূরি ভূরি!
নেই শুধু সেই প্রথম যৌবনের প্রথম প্রেম পরশ!

বিচ্ছেদ দহন অগ্নিগীরির লাভার মতো
প্রেমিকের কলমে বেরিয়ে আসে
প্রেম বিরহী বিচ্ছেদ কবিতা!
প্রেমিকের স্ত্রীও বলে বাহ ফাটাফাটি প্রকাশ
প্রেমিকার স্বামীও বলে চমৎকার দৃশ্যপট!
পাঠক সমালোচক বন্ধু মহল
তাদের মন্তব্য কলাম বড্ড উপহাস্য
বড্ড তাচ্ছিল্যের আবরণে সুপ্ত নদী স্রোত!

কবি সত্যি সত্যি ই বড় অসহায়
বড় বিয়োগান্ত হৃদয় নিঙ্গড়ানো কবিতার চাষ করে
তাঁর শিল্প শৈলীর গুল বদনে!
কবির তৃপ্তি তাঁর রচনায়!
কঠিন ধৈর্যের সঙ্গে স্বর্গবাস করে কবি প্রতিনিয়ত।
কবি না পারে সইতে! না পারে কইতে!
১ মে ২০২৪ইং, সাহিত্য কুটির, সিলেট।

+++++++++++++++++++++++++++++++

জী হুজুর সব ঠিকঠাক!

যুগ যুগ ধরেই জী হুজুরের প্রবনতা মানব সমাজে বিদ্যমান!
কী হুজুর বললেই যত সব সমস্যা!
কী হুজুর মানে ই তীব্র প্রতিবাদ!
কী হুজুরেই জগতে এসেছে সাম্যবাদ!
তীব্র প্রতিরোধ আন্দোলন গঁড়ে তুলতেই প্রয়োজন- কী হুজুর
ক্ষেপে গেলে মানুষ কী হুজুরেই সব সময়
মুশকিল আহসান!
ভূয়া আস্ফালনে সমাজ চিন্তক দিশেহারা!
কেউ যুদ্ধ না করেও বীরমুক্তিযোদ্ধা!
জীবন দিয়ে লড়াই করেও
কারো কারো নাম নেই গেজেট তালিকায়!
মনে পড়ে পদ্মাপারের আবদুল কাদিরের কথা
মুক্তিযুদ্ধ করেও ৭৫ পরবর্তী সময়ে
তাঁর সার্টিফিকেট পুড়িয়ে ফেলতে হয়েছে জীবন বাঁচাতে!
মনে পড়ে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সৈনিক
কবি নূরুল ইসলামের কথা ৭৫ পরবর্তী সময়ে
জীবন এবং চাকুরি রক্ষার্থে বলতে হয়েছে তাকে
আমি কোন মুক্তিযোদ্ধা নহি!
জী হুজুর জী হুজুর জী হুজুর জী হুজুর
জীবন দর্শন বড্ড জটিল দর্শন!
কী হুজুর বলাতেই ঘটে কারবালা ট্রাজেডি
দূর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করাতেই ঘটে
আগস্ট ৭৫ এর ট্রাজেডি!
জীবন জীবিকা নির্বাহে বেশীর ভাগ মানুষ
জী হুজুরে বাধ্য সুবোধ!
কী হুজুর মানে ই ক্ষুদিরাম! মাস্টার দা সূর্যসেন
কী হুজুর মানে ই সালাম বরকত শফিউল রফিক জব্বার
কমলা ভট্টাচার্য প্রীতিলতা!
জী হুজুর মানে ই চাকুরি গাড়ি বাড়ি সব ঠিকঠাক
জী হুজুর মানে ই রাতারাতি অর্থ যশ প্রতিপত্তি ক্ষমতা!

আমার মতো কিছু লেখক বড্ড বেয়াড়া!
মনে যখন যা আসে তাই লিখে ফেলে!
তাতে গাত্রদাহ হয় অনেকের ই
তবে হাতেগুণা কী হুজুর এর দল করে সহানুভূতি প্রদর্শন!
কেউ বলে কী যে লিখে?
নেই কেন ছন্দ তাল লয় মাত্রা!
কেউ পড়ে অসংখ্য বই পুস্তক
বুঝতে শিল্প শৈলীর সিস্টেম!
আমি লিখি আমার বিবেকের তাড়নায়
তাই ধারধারিনা কারো শিখিয়ে দেয়া প্রথার!
আমার রচনা কেবলই আমার নিজস্ব শিল্প শৈলী
করিনা কখনো জী হুজুর জী হুজুর জী হুজুর!
২ মে ২০২৪ইং, সাহিত্য কুটির, সিলেট।