আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

মোঃ মুজিবর রহমান বকুল এর ২টি কবিতা

মোঃ মুজিবর রহমান বকুল এর ২টি কবিতা

আমার বাংলাদেশ

ঘুরে দেখেছি আমি কত যে দেশ শত
খুঁজে পাইনি আজও আমার দেশের মতো।
স্বদেশকে যখন বাসবে তুমি ভালো
জীবনটা তখন ভরে উঠবে আলো।
সুজলা সুফলা আমার বাংলাদেশ
যে দেশের মাঝে রূপের নেইকো শেষ।
হাজার সুখের মাঝে ভর করেছে আজ দুঃখ
কেঁড়ে নিয়েছে সবার আজন্ম লালিত সুখ।
ভর করেছে দেশে হিংসা হানাহানি
দূর হয়ে গেছে আজ ছোট বড় মানামানি।
কলুষিত হয়েছে দেশের রাজনীতি
জনতার মনে তাই ছড়িয়ে পড়েছে ভীতি।
এসো সাম্য মৈত্রীতে আজ সবে হাঁরাই
আজন্ম লালিত সুখ সকলেই ফিরে পাই।
ফিরে পেতে চাই আজ শান্তির বাংলাদেশ
যে দেশের মাটিতে রইবেনা নষ্টের রেশ।
০২/০৫/২০২৪ইং

++++++++++++++++++++++++

মে দিবসের অঙ্গীকার

পেটে ক্ষুধা মুখে হাসি ঝরিয়ে মাথার ঘাম
কাজ করে যাই দিনরাত তবুও বাঁচেনা পিঠের চাম।
আট ঘন্টা শ্রমের বিধান রক্তের বিনিময়ে কেনা
তবুও জোটেনা পারিশ্রমিক হয়না সঠিক লেনাদেনা।
একবিংশ শতাব্দীতে এসে এসো সকলেই এগিয়ে যাই
মালিক আর শ্রমিক মিলে হাতে হাত রাখি ভাই।
এসো সকলেই মিলে আজ সাম্যের গান গাই
মন প্রাণ উজাড় করে কাজ করে যাই।
মালিক-শ্রমিকের মাঝে আছে যত মতভেদ
এসো সব ভেঙে করি চুর দূর করি মনের ক্ষেদ।
মালিক আর শ্রমিক মোরা যে সবাই ভাই ভাই
এই মন্ত্র নিয়েই আজ চলো এগিয়ে যাই।
মালিক গড়ুক প্রাসাদ তাতে কোন দ্বিধা নাই
শ্রমিক যেন তিন বেলা শুধু দু’মুঠো অন্ন পাই।
আজিকার এই মে দিবসে এসো করি সবে অঙ্গীকার
মালিক-শ্রমিক করবো কাজ মিলেমিশে হয়ে একাকার।
মিটাতে হবেই উভয়ের আছে যত দ্বিধা-দ্বন্দ্ব
ফিরিয়ে আনতে হবেই কাজের সঠিক ছন্দ।
০১/০৫/২০২৪ইং