আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

মাহাবুব আহমেদ এর ৩টি কবিতা

মাহাবুব আহমেদ এর ৩টি কবিতা

আঁধারের অজানা পথে

অন্ধকারে লুকিয়ে রয়েছে আমার যত কষ্ট
শূন্যতার ঘাটে ভেসে গেছে জীবনের প্রথম আনন্দ।
আঁধারে ঢাকা হাৃরানো আত্মতারা
আলোর প্রতিচ্ছবি হয়ে থাকে নীরবতা।

স্মৃতির কাছাকাছি দাঁড়িয়ে একসাথে
আঁধারের মধ্যে হাঁরিয়ে গেছে সব সুখের রাত।
হাঁরানো স্বপ্নের গল্প হাঁরানো ভালোবাসা
জীবনের এই অজানা পথে কেবলি শুধু দুঃখে ভরা।

প্রশ্ন আছে মনে কোথায় হাঁরিয়ে গেছে সময়?
জীবনের রহস্যে আমি আলোর পথ হাঁরিয়ে গেছি কেন?
প্রশ্নের উত্তর খুঁজতে পারিনি আজও আমি
সুখের পথে গিয়ে আমি হাঁরিয়ে গেছি কেন?

জীবনের গল্পগুলো হাঁরিয়ে গেছে সাগরের মতন
অলস নৌকা হয়ে ভেসে গেছে নিরন্তর।
আঁধারে আমার পথ এতই অজানা
জীবনের হাঁরিয়ে যাওয়া অস্তিত্ব শুধুই অজানা।

একা বাঁচার অভিজ্ঞতা নেই আমার
কষ্টগুলো বসে থাকে হাঁটু গেড়ে কিনারায়।
অন্ধকারে ডুবে রয়েছি আমি
প্রশ্নের উত্তর চাইতেও আমি অসম্পূর্ণ
আঁধারের মধ্যে আমি হাঁরিয়ে গেছি অপূর্ণতা।

++++++++++++++++++++++++++++

নীলের মাধুর্য্য ছুঁয়ে দেখা

বুকের গহীনে নীল নদীর স্রোত ধারা
বড় ব্যাকুল হয়ে উঠে
মাঝে মধ্যেই বহুদিনের ব্যথা জেগে ওঠে
পাড়ভাঙ্গা ঢেউ তুলে ফিরে আসে হৃদয়পুরে
অবিরাম ছুটে চলে গহীন অরণ্যের নতুন নতুন শব্দ শুনতে।

তারার আলো দোলে নদীর কিনারে
সন্ধ্যাবেলা ঝিঝিঁ পোকার সুরের জন্যে
কবির মত কত শব্দ খুঁজে গভীর রজনীতে।

চিরকালের মতো সৃষ্টির সন্ধানে
মন বেয়ে চলে যায় অবিরাম স্রোতের বুকে পাল তুলে
নীল ঝরণার স্রোতের কাছে।
তোমার স্পর্শকে ছুঁয়ে দেখার জন্যে
অথচ নতুন নতুন শব্দের মধ্যে ছুঁয়ে গেছে কতবার।

অবিরাম নীলের মাঝে লুকিয়ে থাকে অদৃশ্য এক মায়া
কবির কাছে আর নেই নীলের মাঝে প্রাণ
অচেনা গহীনে প্রতিধ্বনিত হচ্ছে প্রতিনিয়ত।

বুকের গহীনে নীল নদীর গল্প লেখা হয় আবার
কবির কবিতা হয়ে উঠে নতুন স্বপ্নের মত।
পাড়ভাঙ্গা ঢেউ তুলে বয়ে যায়
অচেনা গহীন নীলের সঙ্গে
মিলেমিশে হয়ে যায় একাকার।।

++++++++++++++++++++++++++++++

অধীর রাত ও বিরহী দিন

আজ নিস্তব্ধতায় ছুটে চলেছে মনে
চিন্তার-প্রবাহে নেমেছে অন্ধকারে।
প্রিয়তমার দেখা মিলল না আজ
মনের আতিথ্য ভেঙে গেল সে কোথায়?

অপেক্ষার কাতরতা দিনেদিনে আরো বড়েছে?
স্পর্শবিহীন দিন কতদিন যাবে এভাবে?
এই অধীর রাত কি আর থাকবে
এই বিরহের দুঃখ অবুঝ আকাশে?

সৃষ্টির অবিচ্ছেদ্য সীমা ছাড়িয়ে
মহাকাব্যে নিবিড় অকথ্যা ঢুকিয়ে
হাঁরানো অবিরাম স্মৃতির সীমান্তে
কোথায় গিয়েছে সেই প্রিয় মানুষ?

আঁধারে বেড়ে যায় নির্জনতা
অচেনার মাঝে খুঁজে বেড়াই আমি
কত ক্ষণে ফিরে আসবে আলোর দিন?
আমার কবির হাতে লেখা হবে নতুন কোন গল্প।

বিস্ময়ের মাঝে নির্জনতা ঢেকে
কবিতা রচনা শেষ হতে আরেক ভুবনে
এই কবিতা লিখে কোনো কথা বলা
আমার মনের ভাবনা কি তুমি বুঝবে?

আমার কবির প্রাণে স্বপ্নবাণী
সুরের ধারায় বহে কবিতার জল
একটি আবেগনা শহরে ছড়ায়
কবিতা আবৃত্তি গায়ে বিধাতা বলে।

এই কবিতা শেষ হলে কেমন হবে?
আমার ভাবনা তুমি বুঝে নিও
চিন্তার-প্রবাহে আমার অনেক কথা
এই কবিতা তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে একদিন।