আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

এস এম ইউনুছ এর ৬টি কবিতা

এস এম ইউনুছ এর ৬টি কবিতা

হোনা বলে কথা

অলস লোকেরাই বেকার থাকে
ভেবে দেখুন সামনে তরী আছে।
হাল দরুন না ওপার যেতে পারবেন
কেনো ভরসা করুন দেখুন না পারবেতো।
আপনিও তো কর্মট মাস শেষে বেতন পাবেন
কেনো সমাজের জঞ্জাল হয়ে থাকবেন।
এইতো সেই দিনের কথা চাকুরীর মেয়াদ শেষ করে
ছেড়ে এলো তার সু পুত্র আজ শান্তি আর শান্তি।
তুমি কেনো বসে আছো লাগো না একটা কাজে
বীজ রোপন করলে না তুমি ফল পাবে।
কেনো হাত পেতে আছো ধানেরও তো চিটা আছে
অপরাধ যৌবনকালে অলস ছিলো বলে।
ধরে রাখতে পারেনি হোনা বলে কথা
চাউল হবে কি করে সেতো আগেই ঝড়ে গেছে।
২৬-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++++

অধিকার

মাথার ঘাম পায়ে ফেলে বিশ্বের দিনমুজুর অনাহারে
পরিশ্রমের মূল্যবিহীন জীবন আজও তাদের।
কেউ নেই বলার ন্যায্য দাম পাওয়ার
হিসাব দেয়নি আজও শোষক গুষ্টি ওদের।
পায়নি তাদের অধিকার রক্ত চুষার মতো
দিনে রাতে মেহনতী মানুষের খায় যে গায়ের রক্ত।
তাদেরও তো আছে বাঁচার অধিকার
শাসক গুষ্টি চায় যদি বেঁধে দিতে মুজুরির দাম।
পেটের জ্বালা পরিশ্রমে করেনা কো কোনো ভয়
জীবন দিয়ে খাটেন তারা শুধু পারিশ্রমিকের আশায়।
বিধানের কথা মতে ঘাম ঝরার পূর্ব মুহূর্তে
তাদের হাতে দিতে হবে মুজুরির ষোলআনা দাম।
গর্জে উঠেছে মেহনতি মানুষ করিতে আদায় তাদের অধিকার
হিসাব মিলাও শোষক গুষ্টি সবে মিলে আজ।
০১-০৫-২০২৪ইং

++++++++++++++++++++++++++++

দীক্ষা

ঢাকা শহর করছো বাড়ী
দালান কোঠা রঙিন গাড়ি।
চোখে কি আর পড়বে আমায়
রাস্তায়-রাস্তায় ভিক্ষা করি।

গর্ভে যখন ছিলে তুমি
চোখের পানি ফেলছি আমি।
সুখের আশায় স্বপ্নদেখে
রাখলাম তোরে আমার বুকে।

দশের কাছে ভিক্ষা করে
মানুষ করলাম আমি তোকে।
মানুষ নামে কলংক হয়ে
তুই যে গেলে আমায় ফেলে।

শিক্ষাদাতার এই কি শিক্ষা
গর্ভের ছেলে দিলি দীক্ষা।
৩০-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++

পাকনা ধানে

জীবন জীবনের জন্য কতো কর্ম করেছে
শান্তির মা ও সান্তনার বাণী নিয়ে আসে ঠিকই।
আমার জন্য নয় তার কাজ হলো
পাশের বাড়ির শুভকে নিয়ে কি যে ভাবে।
একটা না একটা কাজ করেই চলেছে
জীবন কিন্তু সব দেখে কি আর করা।
সে তো জোঁড় করে আদায় করতে পারবেনা নিয়তি বলে কথা
সবার জীবনেরই এমন একটা না একটা অজুহাত আছে।
শুভ কিন্তু পিছন ফিরে একবারও তাকাতে হয়নি
বার বার সদয় ছিলো প্রভু শুভকে সবাই ভালোবাসে।
অথচ জীবন বেটার ঘামের পানি মিঠে না
দু’বেলা দু’মুঠো ভাতও পায় না কি দোষ ছিলো কেনো এতো সাজা।
তার এমন দুশমন হলো কি পাকনা ধানে মই দিয়েছে
জীবনে সুখ কী আর হবে না জীবন এখন শুধু ক্লান্ত।
বেলার শেষে হাজারও জীবন ভাসে শুধু আঁখি জলে
লোকে বলে কর্মের ফল হবেনা কখনও রসাতল।
আমি বলি কর্মই পারে না ভাগ্য পরিবর্তন করতে
নির্দিষ্ট আছে যাহা তাহাই মেনে নিতে হবে।
২৭-০৪-২০২৪ইং

+++++++++++++++++++++++++++++++

নিখুঁত ভাবনা

তোমাকে আজ কেমন যেন মনে হলো
তুমি কি কারোর জন্য অপেক্ষা করছ?
বলেছিলে আমি আসতে
আমার জীবন বাজী রেখে এলাম তোমার প্রয়োজনে
বলতে পারো- আমার জন্য এখনও ভাব।
হ্যাঁ তোমার কোলে আমার স্বপ্ন হাঁরিয়ে আজ আমি
পথে পথে যন্ত্রণায় ছটফটিয়ে দিন গুনছি
কবে কখন যেন হাঁরিয়ে স্বপ্ন দেখা বন্ধ হয়ে গেলো।
আমি এখন একা
যে দিকে তাকাই শুধু চোরাবালি
কখন যেন আমাকে গ্রাস করে।
তবু আশা ছাড়ি নাই
প্রাণতো আছে প্রাণে
তুমি যতো কঠিন হবে ততোই আমার মঙ্গল।
তোমার ষড়যন্ত্রের হাত থেকে পালিয়ে পালিয়ে
আমার আর চলতে হবেনা।
একদিন তুমিই আমাকে বলবে-
ক্ষমা কর সব ভুল আমার
তুমিওতো রক্তে মাংসে মানুষ।
২৮-০৪-২০২৪ইং

+++++++++++++++++++

যোগল দেশ

এদেশ ওদেশ ছিল মোদের
আয়ুব খানের রাজ্য
কত কষ্ট দিয়েছিল
মা বাবাই তো বল্ল।

মনের দুঃখে চিতায় আগুন
জ্বলে ক্ষণে ক্ষণে
কি করিলে হব মুক্ত
ভাবল দেশের কয়েকজনে।

হিসাব নিকাশ করে সবে
যুদ্ধ ঘোষণা দিল তবে
কাজ কর্ম বাঁধা দিতে
লাগল পূর্ব পাকিস্থানে।

একটু একটু করে যেন
রক্ত খাবে চুষে
মুক্তির পণ করতে গিয়ে
পরল ধরা ওড়ে উড়া
তাদের মাঝে বঙ্গবন্ধু
ছিল একজন খাড়া।
০২-০৫-২০২৪ইং