আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

আমান উদ্দিন এর ৬টি কবিতা

আমান উদ্দিন এর ৬টি কবিতা

খোদার সৃষ্টি নির্ভুল

দুনিয়াতে এমন কিছু সৃষ্টিকর্তা করেননি সৃজন
অহেতুক অনর্থক যার পিছনে নাই কোন কারণ।
নির্ভুল সব সৃষ্টিতে অদৃশ্য সব রহস্যে ঘেরা
আপন মহিমায় অনিন্দ্য সুন্দর গঁড়েছেন বসুন্ধরা।
পৃথিবীর কারো সাধ্য নাই স্রষ্টার সৃষ্টিতে ধরতে ভুল
যেথায় যাহা প্রয়োজন তাহা দিয়ে সৃজন করেছেন সৃষ্টিকুল।
স্বয়ং খোদা সমস্ত সৃষ্টিকুলের সদা করেন রক্ষণাবেক্ষণ
কোথায় কি দরকার তৎক্ষণাৎ বন্দোবস্ত করেন তখন।
সৃষ্টির প্রতি দয়াময় আল্লাহ্পাক অত্যন্ত সদয়
অগণিত ভুলত্রুটির পরেও সৃষ্টির প্রতি হন না নির্দয়।
সৃষ্টিজগতের ভালোমন্দ একমাত্র খোদার অধীন
আল্লাহ্পাকের কাছে দু-জাহানের কিছুই নাই দৃশ্যহীন।
৩ মে ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

+++++++++++++++++++++++++++++++++

মিথ্যাতে পাপিষ্ঠ জীবন

মিথ্যাতে হয় পাপিষ্ঠ জীবন করে পথভ্রষ্ট
মিথ্যার মাঝে ডুবে থাকলে মানব জনম নষ্ট।
মিথ্যুকের উপাধি হয়ে থাকে খাঁটি বেঈমান,
মিথ্যাতে বিনাশ করে দেয় ধর্মবোধের ঈমান।
মিথ্যা দিয়ে মিলে সাময়িক সময়ের মুক্তি
সত্যকে মিথ্যা করতে লাগে ছলনার শত যুক্তি।
মিথ্যুকেরা দেশ সমাজের শত্রু কলুষিত তাদের মন
মিথ্যা দিয়ে অন্যের ক্ষতিসাধন করে সদা সর্বক্ষণ।
মিথ্যা বলা মহাপাপ যাহাতে ঈমান হয় ক্ষয়
মিথ্যা দিয়ে হয় না জীবনের লক্ষ্যপান জয়।
জীবন হয় মহত্বে গঁড়া ছাড়লে মিথ্যার আশ্রয়
পরকালে স্বর্গীয় সুখে রাখে প্রভু করে না নিরাশ্রয়।
২ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

+++++++++++++++++++++++++++++++

করুণা ভিক্ষা চাই

তীব্র তাপদাহে অতিকষ্টে অতিষ্ঠ মানবজীবন
ওহে খোদা তোমার করুণা ছাড়া হবে কি তাহা উত্তরণ?
সমগ্র জাহানের নিয়ন্ত্রণ সৃষ্টিকর্তা তোমার হাতে
অসহ্য গরম যন্ত্রণার পরিত্রাণ চাই নতশিরে মোনাজাতে।
বিপদমুক্ত করার তুমি ছাড়া আর জগতে কেহ নাই
তোমার দয়া অনুকম্পায় সৃষ্টিকে উদ্ধার করো তাই।
তুমিতো সদায় রাখো সৃষ্টিজগতের প্রতি সদয় দৃষ্টি
করজোড়ে প্রার্থনা তাপদাহ থেকে মুক্তির রহমতের বৃষ্টি।
তুমিই সর্বেসর্বা তোমার সমতুল্য শরিক কেহ নাই
তাপদাহ নিবারণের জন্য আমরা করুণা ভিক্ষা চাই।
২৯ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++++++++++

অল্প বিদ্যা ভয়ংকরী

অল্প বিদ্যা ভয়ংকরী সদা সর্বদা সত্য কথা
কেহ নিজেকে সবজান্তা ভেবে অন্যকে দেয় ব্যথা।
বুঝে কিংবা না বুঝে তর্কবাজী করার স্বভাব
এই ধরণের পণ্ডিতের পৃথিবীতে নাই কোন অভাব।
ওরা জ্ঞান পাপী সত্যিকারের অকর্মার দাড়ি মূর্খ
নিজের বড়ত্ব জাহির করতে শুধুই করে তর্ক।
যারা নিজকে দেখাতে চায় জ্ঞান ভান্ডার শমসের
তাদের কথায় ও কাজে থাকে সদায় হেরফের।
কথায় বলে ভরা কলসের থাকেনা কোন আওয়াজ
অপদার্থরা বেশি কথা বলে এটাই সর্বকালের রেওয়াজ।
বেশি কথা বলে যারা প্রবাদে বলে তারা হলো বাচাল
অন্যকে ঘায়েল করতে গিয়ে হয়ে যায় টালমাটাল।
মূর্খরা তর্ক করে গুণীজন সর্বক্ষণ থাকে চুপ
অপাত্রে জ্ঞান দিতে গিয়ে নির্বোধরা পায়ে মারে কোপ।
অহেতুক অন্যকে হেয় প্রতিপন্ন করা অন্যায় কাজ
এইসব যারা করে তাদের দ্বারা হয় ভুলন্ঠিত সমাজ।
কিছু মানুষ অহেতুক তর্কে পাণ্ডিত্য জাহির করতে চায়
ওরা কাজের কাজী না কথার কাজী লোকসমাজে উপাধি পায়।
অনধিকার চর্চা করা লোকের জগতে নাই যে অভাব
গাঁয়ে মানে না আপনি মোড়লের মতো থাকে তাদের স্বভাব।
বহুলোক আছে পৃথিবীতে অন্যের ভুল ধরতে থাকে ধ্যান
নিজের ভুল সংশোধণের থাকে না ওদের সম্যক জ্ঞান।
নিজে যারে বড় বলে বড় সেই নয়
লোকে যারে বড় বলে বড় সেই হয়
এই কথাটা সর্বযুগে সত্য বটে রয়।
৩০ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++++++++

বিশ্ব শ্রমিক দিবস

পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস নিখিল বিশ্বময়
১৮৮৬ তে শ্রমিক অধিকার আদায়ে হয় রক্তক্ষয়।
দেশ বিদেশে শ্রমজীবী মানুষ অতিকষ্ট করে
তাদের পরিশ্রমে জীবন রণে সদায় ঘাম ঝরে।
নিজের আরাম হারাম করে বিপন্ন করে জীবন
পরিবার সুখী করতে কারো অকালে হয় মরণ।
দেশের অর্থনীতি সচলে শ্রমিক রাখে অবদান
বিশ্বের কোন দেশই শ্রমিকের দেয় না ন্যায্য প্রতিদান।
শ্রমিকের দেনা যদি করা হয় না পরিশোধ যথাসময়
মরনে কড়াগণ্ডায় হিসাব নেবে প্রভু দয়াময়।
পৃথিবীতে আছেন যত ধরণের শ্রমজীবীগণ
তাদের যথাবিহিত সম্মান দিতে জানাই আবেদন।
১ মে ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।

++++++++++++++++++++++++++++++

মরণনেশা মাদক

মাদকদ্রব্য হলো মরণনেশা যাকে করেছে গ্রাস
জীবন যৌবন অকালে তার করে দেয় সর্বনাশ।
মরণনেশা মাদকসেবী সমাজে হয় ঘৃণিত বিতাড়িত
মাদক জীবন বিনাশী রোগব্যধি করে সংক্রামিত।
মাদক সেবন তিলে তিলে মানুষকে মৃত্যুযাত্রী করে
মাদকে আসক্তরা অপরাধে অহরহ জড়িয়ে পড়ে।
দুনিয়ায় রয়েছে বহু জাত ধরণের মাদকদ্রব্য
মাদকাসক্তরা নেশাগ্রস্ত আচরণে হয়ে যায় অসভ্য।
পৃথিবীতে ছেলেমেয়ে একই তালে মাদক সেবন করে
মাদকের জোগাড় করতে তারা অন্ধকার পন্থা ধরে।
মাদকাসক্তিতে আসক্তরা অপরাধ জগতে জড়ায়
সমাজে বিচ্ছিন্ন হয়ে জেলহাজত আদালত পর্যন্ত গড়ায়।
শিক্ষিত ছেলেমেয়েরা মাদকাসক্ত বর্তমান সমাজে
ঘৃণ্য পেশা দেহব্যবসা সহ জড়াচ্ছে অবৈধ সব কাজে।
মরণ নেশা মাদকে জড়িয়ে কারো একাকিত্বে কাঁটে জীবন
অভিশপ্ত নেশা ডেকে আনে অকালে সহসা মরণ।
মাদকসেবীরা অপরাধ করতে নয় কেবল শুধু দায়ী
অপরাধে জড়িত কালোবাজারি চক্র অসাধু ব্যবসায়ী।
চোরাকারবারী মাদক চক্রের হাত ভেঙ্গে করো চুরমার
সমাজ ও দেশ থেকে বন্ধ হোক মরণব্যাধি কারবার।
সমাজের বিত্তবানেরা এগিয়ে আসুন মাদকাসক্ত পুনর্বাসনে
মাদকনেশা জীবন বিধ্বংসী তুলুন আওয়াজ শ্লোগানে শ্লোগানে।
২৮ এপ্রিল ২০২৪ইং, লন্ডন, যুক্তরাজ্য।