আজ-  ,


সময় শিরোনাম:
«» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব গ্রহণ «» বিসিকের সফলতা মানেই বিসিক সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সফলতা- বিসিক চেয়ারম্যান «» কুলাউড়ায় যুব র‌্যালী, মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

মৌলভীবাজারে সামাজিক সংগঠন বালুছড়া এর উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদুল ফিতরের খাদ্যসামগ্রী বিতরণ

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে আর্তমানবতার সেবায় নিয়োজিত ইউকেভিত্তিক মানবকল্যাণ সংগঠন বালুছড়া এর উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানুল মোবারক ও ঈদুল ফিতর উপলক্ষে দুই শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার (৬ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরতলীর পাগুলিয়া খান এস্টেটে বালুছড়া সংগঠনের সভাপতি শহীদ আলী মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার ছাত্রদলের সাবেক সভাপতি আশিক মোশাররফ। প্রধান আলোচক ছিলেন বালুছড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়েল খান।

দপ্তর সচিব মিজানুর রহমান রাসেল এর সঞ্চালনায় খাদ্যসামগ্রী বিতরণ পূর্ব আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশ্বজিৎ চৌধুরী মানিক, শেখ রুমেল আহমদ, তোফায়েল আহমদ তুয়েল, এম মুহিবুর রহমান মুহিব, সালাম আহমদ জিতু, সহ-সভাপতি আবু বক্কর তালুকদার, নজরুল ইসলাম, আব্দুর রহমান পারভেজ, মির্জা মনসুর, বশির খান, আনর মিয়া, নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমেদ, স্পন্দন মৌলভীবাজার এর সভাপতি ইহাম মুজাহিদ, বিআইএস এর নির্বাহী পরিচালক আবুল মাসুম রনি, আজীবন সদস্য রাহিদ খান জাকির, রুমেল আহমেদ, জনি আহমেদ, মনু মিয়া প্রমুখ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক তপু তোফায়েল খান তার বক্তব্যে বলেন,২০১৮ সাল থেকে এ সংগঠনটি সকলের সহযোগিতায় তিলে তিলে গঁড়ে তোলা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরেও সবার মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় এবং সকলের সহযোগিতায় আগামীতেও সবার পাশে থাকার অঙ্গীকার করেন। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।