আজ-  ,


সময় শিরোনাম:
«» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা «» সিলেটে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সংবর্ধনা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে. —বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ

সালেহ আহমদ (স’লিপক):

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ এগিয়ে চলছে। মুক্তিযোদ্ধাদের কল্যাণে স্বাধীন হয়েছে এ দেশ। তাই বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। সর্বক্ষেত্রে তাদের সম্মান নিশ্চিত করা হচ্ছে। সরকার মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা ক্রমে বাড়িয়ে চলছে বলেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ৭ মার্চের সেই ভাষণই মূলত বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকে নিয়ে যায়।

শনিবার (২৪ ফেব্রুয়ারী) রাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট আয়োজিত মুক্তিযুদ্ধ উৎসব ২য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

বীর মুক্তিযোদ্ধা প্রীতি কুসুম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিয়নের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বীর মুক্তিযোদ্ধা আকমল আলী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সিলেট জেলার অন্যতম নেতা মোঃ তারা মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা সভাপতি মনোজ কপালী মিন্টু, সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী জাকি, সহ-সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, জেলা সদস্য মাহবুবুল আলম, সদর উপজেলা সভাপতি ইউছুব আলী, সাধারণ সম্পাদক নাঈন আহমদ, যুব কমান্ড নেতা সেলিম আহমদ, এজাজ আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি সোহেল মিয়া প্রমুখ।

এসময় প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দেন অতিথিবৃন্দ ও আয়োজকরা।