আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

লাখাইয়ে খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

হবিগঞ্জের লাখাই উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা এর সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও লাখাই খাদ্য গুদাম এর ভারপ্রাপ্ত কর্মকর্তা কামনা রঞ্জন দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন।

মনিটরিং কমিটির সভায় জানানো হয়, চলতি আমন মৌসুমে লাখাইয়ে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের নিকট থেকে অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে ১৫৯ মেট্রিকটন ধান এবং রাইস মিল থেকে অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে ৫৭মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এ উপলক্ষে ইতিমধ্যে কৃষক পর্যায়ে ”কৃষকের অ্যাপ” এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। এ নিবন্ধন কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সভায় আরোও জানানো হয়, প্রত্যেক কৃষক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে অনলাইন লটারীর মাধ্যমে নির্বাচিত হলে, তিনি সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান সরকারি খাদ্য গুদামে সরবরাহ করতে পারবেন।

এদিকে সরকারি খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহ করতে ও কৃষকদের উদ্বুদ্ধ করণে প্রচারপত্র বিলি ও মাইকিং কার্যক্রম চলছে বলে জানান লাখাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামনা রঞ্জন দাস।

তিনি আরো জানান, চলতি মৌসুমে প্রতিকেজি ধানের সংগ্রহ মূল্য নির্ধারন করা হয়েছে ৩০ টাকা।
(অনুলিখনঃ স’লিপক)