আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ খামার (কৃষিবীদ) প্রতিষ্ঠাকারী কাজী এম এম শাহেদ মিয়া

সালেহ আহমদ (স’লিপক):

হবিগঞ্জে উলামায়ে মাশায়েখ ও ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) হবিগঞ্জ শিল্পকলা মিলনায়তনে জেলার জাতীয় ইমামদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে হবিগঞ্জ জেলার ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোহা. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার মাটি ও মানুষের নেতা এড. আবু জাহির এমপি।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র আতাউর রহমান সেলিম।

পরে জেলার শ্রেষ্ট ইমামদের মধ্যে জাতীয় পুরুষ্কার হিসেবে প্রাপ্ত ২১,৮০০ টাকার চেক ও সম্মাননা পদক জাতীয় বিজয়ী ইমামদের হাতে তুলে দেন অতিথিরা। এরই সাথে নবীগঞ্জ উপজেলার কাজী এম এম শাহেদ মিয়া জেলার শ্রেষ্ঠ খামার (কৃষিবীদ) প্রতিষ্ঠাকারী হিসেবে প্রথম স্থান অর্জন করে জাতীয় পদক সম্মাননা পুরুষ্কারে ভূষিত হওয়ায় তার হাতে ক্রেষ্ট ও সম্মাননা তোলে দেন অতিথিরা।

উল্লেখ্য, পুরুষ্কারটি প্রধানমন্ত্রী নিজে দেয়ার কথা ছিল আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণ ২০২৩ এবং ৬ষ্ট পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ৩০ অক্টোবর ২০২৩ অনুষ্ঠানে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নারায়ণঞ্জে। সময় স্বল্পতার জন্য শুধু জাতীয় পুরুষ্কারের তিনজন ইমাম ও বিশ্বজয়ী তিনজন হাফিজে কুরআনকে দিয়ে অন্যদের পুরুষ্কার স্ব স্ব জেলার কর্মকর্তাদের দায়িত্বে নিজ নিজ পুরুষ্কার গ্রহণের জন্য বলে দেন।