আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত «» শমশেরনগর হাসপাতালে ট্রায়াল চিকিৎসা সেবা চালু «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» উপজলো পরষিদ নর্বিাচন:কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পয়েে প্রচার-প্রচারনায় ১০ র্প্রাথী «» ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিইজেপি-কে সংবর্ধনা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» শোক সংবাদ॥ সিকান্দর আলী ॥ «» কমলগঞ্জের লুৎফুন নাহার বেগমসিলেট বিভাগের শ্রেষ্ট গার্ল গাইডস শিক্ষক নির্বাচিত «» বগুড়া আদমদীঘিতে স্মার্ট কৃষি উদ্যোক্তাদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরন «» যৌতুকের দাবীতে নির্যাতন করে মৃত্যু ঘটানো মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের মানবিক সহয়তা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে মানবিক সহয়তা প্রদান করা করেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড শ্যামলী আবাসিক এলাকায় বসবাসকারী অসুস্থ আবুল মিজি এর পরিবারকে এ মানবিক সহযোগিতা প্রদান করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

এক মাসের চাল, ডাল, পেয়াজ, রসুন, তেল, সাবান, লবণ, আলু ও বিভিন্ন মসলা ভর্তি দু’টি ব্যাগ আবুল মিজি এর পরিবারের কাছে নিজে গিয়ে হস্তান্তর করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম।

উল্লেখ্য, আবুল মিজি দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। তাকে নিয়ে বেঙ্গল নিউজে একটি সংবাদ প্রকাশ করলে নিউজটি প্রশাসনের দৃষ্টগোচর হয়। এ ব্যাপারে সংবাদকর্মী জহিরুল ইসলামের সাথে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কথা হয়। এসময় তিনি অসুস্থ পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ সহায়তা প্রদান করা হয়।