আজ-  ,


সময় শিরোনাম:
«» ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এবং মহাসচিব স ম হামেদ হোসাইন «» সিলেটে হোটেল শ্রমিকনেতাদের নামে মিথ্যা মামলা «» প্রকাশিত সংবাদের প্রতিবাদ «» মৌলভীবাজারে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত «» মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন আদালতে দুইজনের মৃত্যুদন্ড «» মৌলভীবাজারে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত «» স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম- শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ «» মৌলভীবাজার জেলার বিষয়ওয়ারী ক্যাটাগরিভিত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ইং শ্রেষ্ঠদের তালিকা

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের মানবিক সহয়তা প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে মানবিক সহয়তা প্রদান করা করেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড শ্যামলী আবাসিক এলাকায় বসবাসকারী অসুস্থ আবুল মিজি এর পরিবারকে এ মানবিক সহযোগিতা প্রদান করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

এক মাসের চাল, ডাল, পেয়াজ, রসুন, তেল, সাবান, লবণ, আলু ও বিভিন্ন মসলা ভর্তি দু’টি ব্যাগ আবুল মিজি এর পরিবারের কাছে নিজে গিয়ে হস্তান্তর করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই রফিকুল ইসলাম।

উল্লেখ্য, আবুল মিজি দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। তাকে নিয়ে বেঙ্গল নিউজে একটি সংবাদ প্রকাশ করলে নিউজটি প্রশাসনের দৃষ্টগোচর হয়। এ ব্যাপারে সংবাদকর্মী জহিরুল ইসলামের সাথে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কথা হয়। এসময় তিনি অসুস্থ পরিবারকে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ সহায়তা প্রদান করা হয়।