আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

শাহ্ আব্দুল করিমের কালজয়ী গান গণ মানুষের মন আন্দোলিত করে- আব্দুর রশিদ চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক):

একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণ সভা ও শাহ্ আব্দুল করিম রচিত গানের আয়োজন করে বাংলাদেশ পোয়েটস ক্লাব।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তা প্রকাশক ও সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী। তিনি তার বক্তব্য বলেন, শাহ্ আব্দুল করিমের কালজয়ী গান গণমানুষের হৃদয়ে আন্দোলিত করি। তাই বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম বাংলাদেশের লোকসাহিত্যে এবং লোক সংস্কৃতিতে অমর গাঁথা হয়ে থাকবেন চিরদিন। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের গান পরিবেশন করেন
বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক গীতিকার ঢালী মোহাম্মদ দিলওয়ার, সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার মিয়া আসলাম প্রধান, সিলেট জেলা কমিটির নতুন সদস্য নাসরিন সুলতানা প্রমুখ।

শাহ্ আব্দুল করিম স্মরণে বক্তব্য রাখেন পোয়েটস ক্লাব লন্ডন সভাপতি কবি ফয়জুর রহমান, কলকাতা সভাপতি কবি মুহাম্মদ আল্লারাখা, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পেয়ারা, সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, সহ-সভাপতি কবি ইউনুস সরকার, ঢাকা জেলা ও বিভাগীয় সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ, সিলেটের বালাগঞ্জ শীতল পাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক) ও নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শিদা ভূঞা মীরা।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাব চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকের যারা আলোকিত তারা আগামী দিনের জাতির আলোক বর্তিকা হয়ে কাজ করবেন। আজকের কবি মুর্শিদা ভূঞা মীরাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণসভায় যারা যোগদান করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।