আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা কমিটি অনুমোদঃ আহবায়ক রুপক, সদস্য সচিব সুব্রত

সালেহ আহমদ (স’লিপক):

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল স্বাক্ষরিত এক স্মারকপত্রে পূর্বের কমিটি বিলুপ্ত করে রুপক কান্তি গোসামীকে আহ্বায়ক ও সুব্রত সরকার রাজকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সদস্য রিপন কান্তি দে,রজত কান্তি দাশ, মুকুল রয়, খোকন চন্দ্র পাল, চমক আচার্য ইমন, রূপক রায়, মলয় দেবনাথ, বিমল দেবনাথ, সুজন রায়, জগদীশ দাশ, কিশোর দেব, রূপক কান্তি ধর, সিদ্ধার্থ চক্রবর্তী মানস (রাজনগর), ভানু দেবনাথ, উত্তম রায়, পিপলু দাস, গবিন্দ মল্লিক, বাপন কান্তি পাল, রাজীব সূত্রধর, তাপস কুমার ঘোষ ও সজীব রঞ্জন বাড়াইক।

নবগঠিত আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।