আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

কমলগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক ॥ চা শ্রমিকদের গণধোলাইয়ে একজনের অবস্থা গুরুত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহমূলকভাবে প্রাইভেটকার অবরোধ করে চা শ্রমিকরা গণধোলাই দিয়ে ৩ জনকে আটক করে। ১ জনের অবস্থা আশঙ্কা জনক। ৩ ডাকাতকে অস্ত্র ও ক্ষতিগ্রস্ত কারসহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ও চা বাগান সূত্রে জানা যায়, একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-ক-০৩-৭৯৩৮) যোগে ৫ সদস্যের ডাকাতদল বিকালে ত্রিপুরা সীমান্তবর্তী ডবলছড়া চা বাগান এলাকায় প্রবেশ করে। ডবলছড়ায় তাদের চলাফেরা সন্দেহজনক হলে সন্ধ্যায় চা শ্রমিকরা ধাওয়া করলে ডাকাতদল দ্রুত কার নিয়ে পালিয়ে যায়। পরে জানাজানি হলে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালের সামনের সড়কের লোহার গেইট বন্ধ করে চা শ্রমিকরা ডাকাতদলের কার অবরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসময় ডাকাতদল ভিন্ন পরিচয় দিয়ে থাকে। এসময় চা শ্রমিকরা শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরীকে অবহিত করলে তিনি একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পুলিশ ঘটনাস্থল যাওয়ার আগে গণধোলাই দেওয়া শুরু করার পর ২ ডাকাত পালিয়ে গেলেও তিন ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের শিকার ডাকাত শাহ আলম (২৮), আব্দুল মুকিত কিবরিয়া (২৬) ও শেখ আনোয়ার হোসেন (২৮) আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করছে পুলিশ। ডাকাত শেখ আনোয়ার হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আটক তিন ডাকাতের বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ডাকাত দলের কাছ থেকে কয়েকটি রাম দা, লোহার রড, কালো মুখোশ ও কালো প্যান্ট উদ্ধার করা হয়। আটক ৩জনই একাধিক ডাকাতি মামলার আসামী। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দেওয়া হবে। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম গণধোলাই দিয়ে প্রাইভেট কারসহ ৩ ডাকাত আটকের সত্যতা নিশ্চিত করেন।