আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

বগুড়া আদমদীঘিতে উপজেলা নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা


## রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি:আসন্ন দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ৩টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ (করতোয়ায়)মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ওই ১০ জন প্রার্থী বৈধতা পেয়েছে। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ ও ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। এসময় উপস্থিত ছিলেন বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, কাহালু উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ সহ প্রমূখ। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান, সাবেক সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সাবেক উপজেলা শ্রমিক লীগের আহবায়ক রাসেদুল ইসলাম রাজা ও প্রভাষক তোফায়েল হোসেন লিটন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা বেগম চাঁপা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান কুইন ও আছমা বেগম মনোনয়নপত্র দাখিল করেছিলেন।উল্লেখ্য, নির্বাচন তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে মনোনয়নপত্র বাছাই আজ শেষ দিন। আপিল গ্রহণ ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। আগামী ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।