আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

বগুড়া সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


## রাবেয়া  সুলতানা,,  (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনে করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে গতরাত সাড়ে এগারো ঘটিকার সময় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে  গতকাল রাত সাড়ে এগারো ঘটিকার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহার গামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে নারী মাদক কারবারিদের মাধ্যমে মাদকের বড়ো একটি চালান সান্তাহারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেন স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে এসে অবস্থান করলে তৎক্ষনাৎ সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে তিন জনের কাছ থেকে তাদের কোমড়ে বিশেষ কায়দায় বাধানো অবস্থায় মোট ৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল এবং একজনের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার পত্নীতলা থানার আন-সক গোবিন্দডাঙ্গা পাড়ার বাবুল হোসনের স্ত্রী সালমা আক্তার (৫৩) এর কাছ থেকে ৩৪ বোতল, একই থানার চক-গোবিন্দ ডাঙ্গা পাড়ার মৃত বাহার আলীর মেয়ে শিউলি বেগম (৪০) এর কাছ থেকে ৩৫ বোতল, একই এলাকার মোখলেস হোসেনর মেয়ে মোরশেদা বেগম (৪৫) এর কাছ থেকে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একই থানার চক-গোবিন্দ পাড়ার মৃত মোকলেচ হোসেনের স্ত্রী সানোয়ারা (৭০) এর কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গতরাত ১১: ৩০ ঘটিকার সময় করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ হাতে-নাতে গ্রেপ্তারকৃত চারজন নারী মাদক কারবারির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।