আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

গোলাম মাওলা শিকদার এর ২টি কবিতা

গোলাম মাওলা শিকদার এর ২টি কবিতা

অনুসন্ধানে মিলবে সত্য নামের ফুল

শুদ্ধতার মধ্যেও হয় ভুল চিন্তা চেতনায় ভুল
গবেষণায় ভুল তবে কি জগৎসংসার সৃষ্টিও ভুল?
নতুবা সৃষ্টি কূল ভুলের মাশুলে হাঁরায় কেন কূল?
দুল দুল দুল হাওয়ায় দুলছে জগৎ নামের বকুল।
জল বায়ু অগ্নি ও মাটির আকর্ষণ বিকর্ষণ;
নানাবিধ ক্রিয়া প্রতিক্রিয়ায় তৈরি হয়েছে
জীবজগত খাঁটি। এটাও কি ভুল?
আর ভুল যদি না হয় তবে জগৎসংসার
কেন এত বেসামাল ব্যাকুল?
তবে কি ভুলের মধ্যেই চলছি ও চলছে জগৎসংসার?
এই ভুলের কখন শুরু কোথায় শেষ আছে কি নির্ণয়?
নাকি এই ভুলের মধ্যেই গমনাগমন
ভুলের মধ্যেই জগতসংসারের কার্যক্রম ও জীবের জীবনযাপন।
যতই হোক ভুল কিংবা ভাবনায় আসুক ভুল
তবে আমি হাল ছাড়বো না
সত্য অনুসন্ধানে থাকবো সারাক্ষণ।
আমার চিন্তা চেতনা ও ভাবনায় পাই;
আপাতদৃষ্টিতে মনে হয়
ভুলের মধ্যেই শুরু ভুলের মধ্যেই শেষ
আর জীব জগতের যাপিত জীবন
গমনাগমন ভুলের মধ্যেই ঘূর্ণন।
তবে সেই ভুলের অবস্থান বহুদূর
সেখানেই আছে সত্য নামের ফুল
সেই সত্য বা ফুল অনুসন্ধান ও আহরণে
আমার দেহমন করবো বিলীন।
১২/০৪/২০২৪ইং

+++++++++++++++++++

আমার চাওয়া পাওয়া

আমি প্রাণপণ করছি চেষ্টা কেমনে হবো ফুল
ফুলের ইচ্ছে করলেও হয় ভুল
পরে মনে পরে এভাবে করলে হতো ফুল।
আমার ভাবনায় বলে মূলতঃ জীবনটাই অদ্ভুত ব্যাকরণ
তবে ভাঙ্গাগঁড়ার ভুলের মধ্যেই জীবনটাকে গঁড়তে হবে
ফুল নতুবা দুঃখকষ্ট জ্বালা যন্ত্রণা হবে জীবন সাথী
আর কান্নার জলে ভিজবে আঁখি।
ভুল আর ফুল পাশাপাশি মানে আছে কান্নাহাসি
ভুল আর ফুল নিয়ে জীবনটা চলমান ব্যাকুল।
সর্বোপরি এরই নাম জীবন অখন্ড নাম দেহমন
এই ব্যাকরণ এর করছি বিশ্লেষণ
তাই নিয়ে চলছি আমি বন্ধুদের কাছে জনতার কাছে
ডাকছি কায়মনোবাক্যে কেউ যদি দেয় সাড়া
কিংবা করে গ্রহণ তবেই আমি হবো আনন্দে আত্মহারা
আমি চাই জগৎসংসার হোক ফুল ফলে ভরা
এটাই আমার চাওয়া পাওয়া।
আমি ন্যায় ন্যায্যতায় চলতে চেষ্টা করি
ন্যায় ন্যায্যতার পথে ডাকি
এটাই আমার জীবনের গতি প্রকৃতি
মেনে নিয়েছি এটাই আমার রীতিনীতি।
১৮/০৪/২০২৪ইং