আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

মোঃ মুজিবর রহমান বকুল এর ৩টি কবিতা

মোঃ মুজিবর রহমান বকুল এর ৩টি কবিতা

খুশির ঈদ

সিয়াম সাধনার পরেই যে এলো খুশির ঈদ
তাইতো আজ কারো চোখেই নেই যেন কোন নীদ।
ছোট বড় সবার চোখেই আনন্দ-উল্লাস
নতুন চাঁদ দেখে সবার বেড়ে গেছে উচ্ছ্বাস।

নতুন জামা নতুন জুতা পড়বে যে সকলেই
জায়নামাজ হাতে নিয়ে ঈদগাহে সবে যাবেই।
ফিরনি পায়েস পোলাও খাবে একসাথে বসে
এবাড়ি ওবাড়ি বেড়াবে যে আনন্দে হেসে হেসে।

কোলাকুলি করবে সবাই একে অন্যের সাথে
সারাদিনমান ঘুরে বেড়াবে সকাল থেকে রাতে।
রইবেনা কোন ভেদাভেদ গরিব আর ধনীতে
পাপতাপ সব যাবে মুছে দু’চোখের অশ্রুতে।

ত্রিশ দিনের রোজার শেষে মনটা হলো পূর্ণ
ছিলো যত পাপতাপ সবই হলো আজ চূর্ণ।
বছর ঘুরে এভাবেই আসে আনন্দের ঈদ
বারংবারই নেয় কেঁড়ে সবার চোখের নীদ।

এসো রোজার শেষে ঈদের রাতে করি ইবাদত
বলেছে প্রভু করবেন মাফ গুনাহ আছে যত।
হাজার উল্লাসেও আল্লাহকে রাখি স্মরণ
নিশ্চিৎ সুখে রাখবেনই সবারে সারাক্ষণ।
১৫/০৪/২০২৪ইং

+++++++++++++++++++++++++

চৈত্রের শেষ বিকেল

চৈত্রের শেষ বিকেলটা ছিল রৌদ্রজ্জ্বল
প্রকৃতির চোখ জলে করেনি তো তাই না ছলছল।
বর্ষ শেষের দিনটা ছিল তাই বেশ আলোকিত
প্রাণ ভরেই করেছি উপভোগ হয়েছি বিমোহিত।

রাত পোহালেই বাঙালিরা আনন্দে উঠবে মেতে
উৎসবে থাকবে সবে মত্ত সকাল থেকে রাতে।
বছরের শুরুতে আনন্দে করবে অবগাহন
প্রাণবন্ত হবে আবাল বৃদ্ধ বনিতার মন।

সূর্যোদ্বয়েই আসবে আনন্দঘন পরিবেশ
ফুঁটে উঠবে বাঙালি জাতির ঐতিহ্যের রেশ।
বাংলার সর্বত্রই বসবে বৈশাখী মেলা
আনন্দ উৎসবে থাকবে মেতে করবেনা হেলা।

সূর্যোদ্বয়েই বসবে পান্তা ইলিশের পসরা
হাজারো মূল্য বৃদ্ধিতে চোখ হবেনা ছানাবড়া।
পান্তা ইলিশ খেয়ে সকলেই হবে পরিতৃপ্ত
তারপর তারা মেলায় কেনাকাঁটায় হবে লিপ্ত।

সর্বত্রই ফুঁটে উঠবে অসাম্প্রদায়িকতা
ধর্ম বর্ণ মিলে একাকার রবেনা ভিন্নতা।
সকলেরি কামনা অসাম্প্রদায়িক বাংলাদেশ
হাসি আর আনন্দের যেথা রইবেনা কোন শেষ।
১৪/০৪/২০২৪ইং

+++++++++++++++++++++++++++++

পুঁজিবাদী সমাজ ব্যবস্থা

পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দিচ্ছে বদলে
জীবনের সুখের গল্পটা
মায়া-মমতা ভালোবাসার সব খেয়েছে গিলে
জুঁড়ে আছে মিথ্যে আবেগটা।

বিলাস-ব্যসন আর উন্নত জীবন শুধু
ঝাপটে ধরেছে আজ সবারে
সুখ নামের পাখির পিছনে ছুটতে ছুটতে
হাঁরিয়ে যাচ্ছে সবে আঁধারে।

অধিকাংশই পায়না খুঁজে সুখের ঠিকানা
ডুবে থাকে শুধুই হতাশায়
এমনিভাবে সমাজ জাতির বন্ধন আজ
ভেসে যাচ্ছে দূর অজানায়।

পুঁজিবাদী সমাজ ব্যবস্থা বদলে দিয়েছে
সমাজ সংসারের ধরণ
ভেঙে গেছে সমাজ জাতির ভীত পাল্টে গেছে
সমাজ আর জাতির মনন।

মানছেনা কেহ আজ ধর্মের অনুশাসন
করছেনা কেহ অনুকরণ
করছেনা ধর্মীয় অনুভূতি অনুধাবন
করে নষ্টের অনুসরণ।

এসো মায়া-মমতা ভালেবাসাকে আঁকড়ে ধরি
সুন্দর এক সমাজ গঁড়ি
পুঁজিবাদী সমাজ ব্যবস্থার বিপক্ষে লড়ি
সকলে শান্তিতে বাস করি।
১৮/০৪/২০২৪ইং