আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের উদ্দোগে ভার্চুয়ালি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সালেহ আহমদ (স’লিপক):

গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দীয় কমিটির উদ্দোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভার্চুয়ালি এক আলোচনা সভা দেশের গান কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উদযাপনের ১ম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি কাপ্তান হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল চৌধুরী হেলালের সঞ্চালনায় জুম এর মাধ্যমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ইংল্যান্ড আমেরিকা, বাংলাদেশ, মধ্যপাচ্য, কাতার, সৌদিআরব, বাহরাইন, ফ্যান্স, ইতালী, জার্মানী, আয়ারল্যান্ড, স্পেন, স্কটল্যন্ড, মাসয়েশিয়া, অষ্টেলিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ২য় পর্বে সংগঠনের সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে পধান অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ডঃ এ কে আব্দুল মোমেন এমপি। অতিথি হিসাবে আলোচনায় অংশগহণ করেন সাবেক সচিব এবং বাংলাদেশ ইউনিটের সভাপতি বদরুদ্দুজা, বীর মু্ক্তিযোদ্বা ও একুশে পদকপ্রাপ্ত ডাঃ অরুপ রতন চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুপা চক্রবর্তী, জনতা ব্যাংকের সাবেক জিএম শামীম কোরেশী, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক তিতাস গ্যাস এর সাবেক জিএম ইঞ্জিনিয়ার মহিব উদ্দিন, বাংলাদেশ ইউনিটের ডঃ শাহ সৈয়দ এমরান আহমদ, অধ্যক্ষ নেছার আলী ও জেনিফার ইউসুফ।

সমাপনী অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ছোটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দীয় সহ-সভাপতি কানাডা জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি দেবব্রত দে তমাল, গ্লোবাল জাালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, সহ-সভাপতি অলি উদ্দিন শামীম, কাউন্সিলর ফয়জুর রহমান, মিঠু চৌঁধুরী, কোষাধ্যক্ষ রফিক হায়দার, বাংলাদেশ ইউনিটের উপদেষ্টা এনামুল হক চৌধুরী জালাল, সহ-সম্পাদক শামীম আহমদ, নিউজার্সী থেকে যোগদান করেন সহ-সভাপতি আখলাকুল আম্বিয়া চৌধুরী, আমেরিকার নিউইয়র্ক থেকে কেন্দীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কান্তি চন্দ, ফ্রান্স গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি ফয়ছল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল বাছিত, বাংলাদেশ থেকে আব্দুস সালাম, রাসেল আহমদ চৌধুরী।

স্বাধীনতার সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী ডাঃ অরুপ রতন চৌধুরী, আলী ইদিস ও মিশিগান থেকে শফিক রেহমান। কবিতা আবৃত্তি করেন রুপা চক্রবর্তী। কোরআন তেলাওয়াত করেন ইন্জিনিয়ার মহিব উদ্দিন। অনুষ্ঠানটি সরাসরি সম্পচার করেন ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।

প্রধান অতিথির বক্তব্যে ডঃ মোমেন দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন এবং গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন প্রশংসা করে বলেন- এই সংগঠনের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বক্তারা, স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধে যাহারা জীবন দিয়েছেন তাদের আত্নার মাগফেরাত ও তাদের স্মৃতি রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌছে দেওয়ার আহ্বান জানান।