আজ-  ,


সময় শিরোনাম:
«» ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন এবং মহাসচিব স ম হামেদ হোসাইন «» সিলেটে হোটেল শ্রমিকনেতাদের নামে মিথ্যা মামলা «» প্রকাশিত সংবাদের প্রতিবাদ «» মৌলভীবাজারে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত «» মৌলভীবাজারে নারী ও শিশু নির্যাতন আদালতে দুইজনের মৃত্যুদন্ড «» মৌলভীবাজারে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত «» স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম- শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ «» মৌলভীবাজার জেলার বিষয়ওয়ারী ক্যাটাগরিভিত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ইং শ্রেষ্ঠদের তালিকা

রাজনগর তারাপাশায় জাবালে নূর মাদরাসার বার্ষিক শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশায় জাবালে নূর ইন্টারন্যাশনাল হিফযুল কোরআন মাদরাসা ও জাবালে নূর রহমানিয়া মডেল দাখিল মাদরাসার বার্ষিক শানে রিসালাত সম্মেলন এবং হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাহফিলের সভাপতিত্ব করেন ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, জাবালে নূর মাদরাসার সভাপতি মোঃ আলাউদ্দিন (মহাজন), সহ-সভাপতি মোঃ আব্দুল আলী, সহ-সভাপতি ডাঃ শেখ ইয়াসিন তালুকদার।

বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত মৌলভীবাজার জেলা শাখার সভাপতি পীরে তরিকর আল্লামা সৈয়দ ফয়জুল ইসলাম (মা.জি.আ.) এর শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি, ইমামে রাব্বানী দরবার শরীফের গদিনশীন পীরে তরিকত, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসুল (দ.) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী আল মাদানী (মা.জি.আ.)।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা অধ্যাপক ডক্টর এ.এস.এম. বোরহান উদ্দিন (মা.জি.আ.)।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মজলিসে সুরা সদস্য মাওলানা কুতুবুল হাসান চৌধুরী, অ্যাডভোকেট হাবিবুর রহমান মুকুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ মাওলানা মুফতি বদরুল রেজা সেলিম।

মাদরাসা প্রতিষ্ঠাতা সুপার মাওলানা মোহাম্মদ ওলীউর রহমানের দিকনির্দেশনায় এবং সহ-সুপার মোঃ ইউছুপ আলী কামরুলের পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক শাইখ সৈয়্যদ মুহাম্মদ জাহিদ কাদরী, চাঁদপুর শোরসাক গাউছিয়া সুন্নিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মুফতি মমতাজুল আরেফিন হেলালী, ঢাকা ওয়ালিয়া দরবার শরীফের খাদেম মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শুয়াইবি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা শাহ মহিবুর রহমান জালালী আল আবেদী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত বাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল হাসান রেজভী সহ উলামায়ে ক্বেরাম বয়ান পেশ করেন।