আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে জেলা পর্যায়ে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত «» স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানভিত্তিক শিক্ষার গুরুত্ব অপরিসীম- শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ «» মৌলভীবাজার জেলার বিষয়ওয়ারী ক্যাটাগরিভিত্তিক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ইং শ্রেষ্ঠদের তালিকা «» ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ «» কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত «» মানবিক ও সমাজ সেবায় ইশরাত জাহান কুইনের প্রধান লক্ষ্য «» সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত «» শমশেরনগর হাসপাতালে ট্রায়াল চিকিৎসা সেবা চালু «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» উপজলো পরষিদ নর্বিাচন:কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পয়েে প্রচার-প্রচারনায় ১০ র্প্রাথী

রাজনগরে ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ী এর পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ী এর পুরষ্কার বিতরণী, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারী) একাডেমি প্রাঙ্গণে ফুলজেন্ট কেজি একাডেমি কাছাড়ী পরিচালনা কমিটির সভাপতি সেলিম আহমদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফিজ সেজু আহমদ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুয়েল আহমদ, সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মছব্বির মিয়া, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত কাছাড়ী সভাপতি মাওলানা আজিজুর রহমান তালেব, অভিভাবক সদস্য সালিম আহমদ, প্রতিষ্ঠাতা শিক্ষক জাকির হোসেন শাকিব, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট মুরব্বি শফিক মিয়া, অভিভাবক সদস্য ছমছু মিয়া, শাহজালাল (রহ.) কিশোর ও যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, সদস্য ইসমাইল মিয়া, জান্নাত গ্রুপ হরিপাশার সাহকারী পরিচালক জিহাদ আহমদ, সহকারী শিক্ষিকা জেপি আক্তার, সহকারী শিক্ষিকা তানজিলা আক্তার, সহকারী শিক্ষিকা নদী দে, সহকারী শিক্ষিকা স্মৃতি দে, সহকারী শিক্ষিকা সুলেকা মল্লিক প্রমুখ।

আলোচনা শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং আগামী দিনে ভালো রেজাল্ট করলে পুরস্কৃত করা হবে বলে উৎসাহিত করেন। পরে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।