আজ-  ,


সময় শিরোনাম:
«» ১৯৩ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ «» কমলগঞ্জে কমিউনিটি স্কোর কার্ড এন্ড ইন্টারফেইস সভা অনুষ্ঠিত «» মানবিক ও সমাজ সেবায় ইশরাত জাহান কুইনের প্রধান লক্ষ্য «» সিলেট সদর উপজেলায় জেলা তথ্য অফিসের মহিলা সমাবেশ অনুষ্ঠিত «» শমশেরনগর হাসপাতালে ট্রায়াল চিকিৎসা সেবা চালু «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা! «» উপজলো পরষিদ নর্বিাচন:কমলগঞ্জে প্রতীক বরাদ্দ পয়েে প্রচার-প্রচারনায় ১০ র্প্রাথী «» ডক্টর ওয়ালি তসর উদ্দিন এমবিইজেপি-কে সংবর্ধনা «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» শোক সংবাদ॥ সিকান্দর আলী ॥

মৌলভীবাজারে বৈষ্ণবীয় শ্রাদ্ধাদি ক্রিয়া অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারে শ্রীকৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের উপস্থিতিতে বৈষ্ণবীয় শ্রাদ্ধাদি ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সদর উপজেলার ঘোরাচাঁও গ্রামে শ্রীকৃষ্ণ অনুরাগী গৌরভক্ত নিত্যলীলায় প্রবিষ্ট কবি শ্রী কবিন্দ্র দেবনাথ এর বাড়িতে এ বৈষ্ণবীয় শ্রাদ্ধাদি ক্রিয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ দিগেন্দ্র চন্দ্র দেবনাথ।

বৈষ্ণবীয় শ্রাদ্ধাদি ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার জন্য ভক্তবৃন্দ, বৈষ্ণব সাধুসন্ত এবং শুভাকাঙ্ক্ষী সকলকে কবি শ্রী কবিন্দ্র দেবনাথ এর পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।