আজ-  ,


সময় শিরোনাম:
«» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য

কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ত্রিবার্ষিক কমিটির পূণর্গঠন

বিশেষ প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের ২৫ সদস্যের কমিটি পূণর্গঠন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) রাত ৮টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ক্লাবের নির্ধারিত বিশেষ সাধারণ সভায় প্রবীণ সাংবাদিক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত সকলের সম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে প্রবীণ সাংবাদিক আবদুর রশীদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা করে দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিককে সভাপতি ও এসএ টিভি, বাসস ও কুষ্টিয়ার কাগজের সম্পাদক নুর আলম দুলালকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া দর্পনের সম্পাদক মজিবুল শেখ, সহ-সভাপতি বাংলাভিশন টিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি হাসান আলী, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির প্রতিনিধি ও সময়ের দিগন্তের সম্পাদক নাহিদ হাসান তিতাস, সহ-সাধারণ সম্পাদক দৈনিক আমার সংবাদের প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, কোষাধ্যক্ষ আমার বার্তার প্রতিনিধি এনামুল হক, দপ্তর সম্পাদক ডেইলি সানের প্রতিনিধি রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রবিউল আলম ইভান, ক্রীড়া ও সমাজকল্যান সম্পাদক দেশ বাংলার নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলামকে নির্বাচিত করা হয়।

এ ছাড়াও নির্বাহী সদস্য হিসেবে আছেন দেশতথ্য পত্রিকার সম্পাদক আব্দুল বারী, চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার ও দি টিচার পত্রিকার সম্পাদক শরীফ বিশ্বাস, বৈশাখী টিভির প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, আহসান আলী বিশ্বাস, আব্দুল মোতালেব রাজু, সাইদুল বারী টুটুল, শরিফ মাহমুদ, মুকুল খসরু, নজরুল ইসলাম, দৈনিক বাংলাদেশ বার্তার সহ-সম্পাদক মোঃ শামসুজ্জোহা লোটাস, সেলিম আহম্মেদ টাক্কু, আসলাম আলী ও সোহেল রানা।

পূর্ণগঠিত কমিটির সকলের সম্মতিতে কমিটির মেয়াদ তিন বছর। এ সময়ের মধ্যে পূর্ণগঠিত কমিটির নির্ধারিত সভা, নতুন সদস্য আহবান এবং কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সকল কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানে হয়।

সভার শুরুতে নুর আলম দুলালের সঞ্চালনায় ক্লাবের নিয়মিত বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন দৈনিক সকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মুজিবুল শেখ, বাংলাভিশন টিভির জেলা প্রতিনিধি হাসান আলী প্রমুখ। সভায় কোরান থেকে তেলাওয়াত করেন সাংবাদিক রেজাউল করিম রেজা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক নজরুল ইসলাম মুকুল।

উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া জেলা প্রেসক্লাব ইতিপূর্বে জেলার সাংবাদিক ও সংবাদপত্রের স্বার্থ- সুরক্ষায় ব্যাপক অবদান রেখেছে। আগামীতেও অবদান রাখবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন।
(অনুলিখনঃ স’লিপক)