আজ-  ,


সময় শিরোনাম:
«» কুলাউড়ায় যুব র‌্যালী,মানববন্ধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত «» সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবী “বোবারথল” এলাকার বাসিন্দাদের «» কমলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমেদ বুলবুলের মতবিনিময় সভা «» নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন  বিতরণ করলেন — সাংসদ সদস্য  «» বগুড়ায় আলী হাসান হত্যা মামলার প্রধান আসামি সবুজ গ্রেফতার «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার  «» Reminder: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» মৌলভীবাজার আসছেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন  «» খেলাঘর আসর সিলেট জেলা কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত «» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে

মৌলভীবাজারে নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ২০২৩ এ কাবুল ইসলামের নৌকা শাহ্ মোস্তফার তরী চ্যাম্পিয়ন হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে প্রতিযোগিতা শেষে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে বিজয়ী কাবুল ইসলামের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় উপস্থিত জনতা বিজয়ী দলকে হৈ-হুল্লোড়ের মাধ্যমে অভিবাদন জানান। চ্যাম্পিয়ন শাহ্ মোস্তফার তরী’র মালিক কাবুল ইসলাম রাজনগর উপজেলার বড়গাঁও গ্রামের মরহুম আব্দুর রউফ চেয়ারম্যানের ছেলে।

মৌলভীবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় বন্দুক নামের নৌকাটি দ্বিতীয় হয়েছে। বন্দুক নৌকা দিশালোকের সুমন তরফদারের। আর তৃতীয় স্থান অধিকার করেছে রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের ইয়ামিন আহমদের শাহ্ পরানের তরী। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনটি নৌকার মালিকের হাতে পুরষ্কার তুলেদেন আমন্ত্রিত অতিথিরা।

পুরস্কার বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক পৌর কাউন্সিলর জালাল আহমদ, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, পৌর কাউন্সিলর মোঃ মাসুদ, সালেহ আহমদ পাপ্পু, অ্যাডভোকেট পার্থ সারথি পাল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।

করোনা মহামারীর কারণে দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পৌরমেয়রের উদ্যোগে আবারও এই প্রতিযোগিতা ফিরে আসায় খুশি স্থানীয়রা। মনুনদীতে জমজমাট এ নৌকাবাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে।