আজ-  ,


সময় শিরোনাম:
«» ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ)-এ অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ ও টিআইবির পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচার প্রসঙ্গে «» উসমানগড় উপজেলা স্থাপনের দাবিতে জনসভা অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু তড়িঘড়ি লাশ দাফনের চেষ্টা «» শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন না হলে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হতো না — নওগাঁয় খাদ্য মন্ত্রী  «» নওগাঁয় স্ত্রীর উপর অভিমান করে  স্বামীর আত্মহত্যা «» সিলেটে নারী উদ্যোক্তাদের মাঝে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির খাদ্য সামগ্রী বিতরণ «» দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট জেলা আওয়ামী লীগের অভিনন্দন «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» কমলগঞ্জে এসএসসিতে বুদ্ধি প্রতিবন্ধী অম্লান দাস তুর্যের সাফল্য «» মৌলভীবাজারে আইসিবি ইসলামি ব্যাংক গ্রাহকের ‘টাকা দিতে পারছে না’ 

বাংলাদেশ পোয়েটস ক্লাব সাহিত্য আড্ডা আলোকিত মুখ-০৩ কবি সালেহ আহমদ (স’লিপক) ও কবি মুর্শিদা ভূঞা মীরা

মাল্যশ্রী তামান্নাঃ

বাংলাদেশ পোয়েটস ক্লাব অনলাইন গ্রুপের নিয়মিত ভিডিও কনফারেন্স সাপ্তাহিক সাহিত্য আড্ডা, বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণে আলোচনা সভা ও করিমগীতি পরিবেশনা সংগঠনের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে অনুষ্ঠানে বাংলাদেশ পোয়েটস ক্লাব আলোকিত মুখ হিসেবে যোগদান করেন সাংবাদিক, গীতিকার ও কবি সালেহ আহমদ (স’লিপক) এবং যুবনেত্রী কবি মুর্শিদা ভূঞা মীরা। বিভিন্ন সময়ে আড্ডায় সালেহ আহমদ (স’লিপক) এর গান ও কবিতা মুর্শিদা ভূঞা মীরা’র কবিতা পরিবেশনায় আড্ডার দর্শক শ্রোতা মুগ্ধ হন।

সাংবাদিক, গীতিকার ও কবি সালেহ আহমদ (স’লিপক) বাংলাদেশ পোয়েটস ক্লাবের মৌলভীবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য এবং যুবনেত্রী কবি মুর্শিদা ভূঞা মীরা নরসিংদী জেলা সভাপতি ও কেন্দ্রীয় সুপ্রিম কাউন্সিলের প্রেসিডিয়াম সদস্য এর দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে শাহ্ আব্দুল করিমের গান পরিবেশন করেন
বাংলাদেশ পোয়েটস ক্লাবের পরিচালক গীতিকার ঢালী মোহাম্মদ দিলওয়ার, সিলেট বিভাগীয় সভাপতি সাংবাদিক হৃষীকেশ রায় শংকর, ঢাকা মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার মিয়া আসলাম প্রধান, সিলেট জেলা কমিটির নতুন সদস্য নাসরিন সুলতানা প্রমুখ।

শাহ্ আব্দুল করিম স্মরণে বক্তব্য রাখেন, পোয়েটস ক্লাব লন্ডন সভাপতি কবি ফয়জুর রহমান, কলকাতা সভাপতি কবি মুহাম্মদ আল্লারাখা, সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক কবি শাহিনা জালালি পেয়ারা, সিলেট মহানগর সভাপতি কবি ধ্রুব গৌতম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি কবি সৈয়দা শিরিন আক্তার, সহ-সভাপতি কবি ইউনুস সরকার, ঢাকা জেলা ও বিভাগীয় সভাপতি কবি আতাউল ইসলাম সবুজ, নেত্রকোনা জেলা সভাপতি কবি তৌফিকা আজাদ, সিলেটের বালাগঞ্জ শীতল পাটি সাহিত্য পরিষদ সভাপতি কবি মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি কবি সালেহ আহমদ (স’লিপক) ও নরসিংদী জেলা সভাপতি কবি মুর্শিদা ভূঞা মীরা।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি অনলাইন সভায় দুইজন গুণী মানুষকে আলোকিত মুখ হিসেবে সম্মানিত করা হয়। সেই ধারাবাহিকতায় কবি সালেহ আহমদ (স’লিপক) ও কবি মুর্শিদা ভূঞা মীরাদ্বয়কে সাহিত্য আড্ডা আলোকিত মুখ-০৩ এর জন্য মনোনীত করা হয়।

আগামী অনুষ্ঠানে ধারাবাহিক ভাবে কবি আতাউল ইসলাম সবুজ ও কবি সৈয়দা শিরিন আক্তার, কবি লিয়াকত আলী ও কবি নাহিদ রোকসানা, সাংবাদিক আবদুর রশিদ চৌধুরী ও কবি তৌফিকা আজাদ জুটিত্রয়ের নাম মনোনীত হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক বাংলাদেশ বার্তা প্রকাশক ও সম্পাদক কবি আব্দুর রশিদ চৌধুরী। তিনি তার বক্তব্য বলেন, শাহ্ আব্দুল করিমের কালজয়ী গান গণমানুষের হৃদয়ে আন্দোলিত করি। তাই বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম বাংলাদেশের লোকসাহিত্যে এবং লোকসংস্কৃতিতে অমর গাঁথা হয়ে থাকবেন চিরদিন। আমরা তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আজকের যারা আলোকিত তারা আগামী দিনের জাতির আলোক বর্তিকা হয়ে কাজ করবে। আজকের আলোকিত মুখ কবি সালেহ আহমদ (স’লিপক) ও কবি মুর্শিদা ভূঞা মীরাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ পোয়েটস ক্লাব আয়োজিত বাউল সম্রাট শাহ্ আব্দুল করিম স্মরণসভায় যারা যোগদান করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।