আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে

আবুল হায়াত বাচ্চু, সাভার।

বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া আঞ্চলিক কমিটির উদ্যোগে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে র‍্যালীটি শুরু করে বাইপাইল, নবীনগর ও শ্রীপুর ঘুরে আশুলিয়া প্রেসক্লাবে এসে শেষ করে  এবং সেখানে আলোচনা সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন ও সহ-সভাপতি সারোয়ার হোসেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আলম, ইমন শিকদার, জহির ও সাত্তারসহ জাতীয় শ্রমিক লীগের ইউনিয়ন কমিটির অন্যান্য নেতাকর্মীগণ। 
এ সময় বক্তারা বলেন, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু এই শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় শ্রমিক লীগ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আঞ্চলিক কমিটির নেতাকর্মীরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছে।  আশুলিয়ায় শ্রমিক লীগের বর্তমান কমিটি এই অঞ্চলে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা করেছে । অন্য কোনো কমিটির অনুমোদন আশুলিয়ায় নেই। 
সবশেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।