আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

চালীবন্দর এলাকার জুয়ার আসর থেকে ১০ জুয়ারি গ্রেফতার।

প্রেস রিলিজ
র‌্যাব-৯ এর অভিযানে এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া ও চালীবন্দর এলাকার জুয়ার আসর থেকে ১০ জুয়ারি গ্রেফতার।

   গত ১১/১০/২০২০খ্রি. রাত ১১টা থেকে ১২/১০/২০খ্রি. ভোর ৩টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (ইসলামপুর ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম ও র‌্যাব ৯সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন  এর সমন্বয়ে গঠিত একাধিক  আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কোতোয়ালি থানার ফুলিয়াপাড়া এলাকা থেকে জুয়ারি ১। রোমান আহম্মেদ (২০), পিতা- মো. হেলাল মিয়া, সাং ফুলিয়াপাড়া ২। মো. সুমন (২৩), পিতা- মাসুম, সাং- ফুলিয়াপাড়া, উভয় থানাঃ কোতয়ালী,  এসএমপি সিলেট ও চালীবন্দর এলাকার জুয়া আসর থেকে অভিযান পরিচালনা করে ৩। সুধাংশু সরকার রাজন (৩২), পিতা-মৃত বিদ্যাধর সরকার, সাং- সিংহনাথ, থানাঃ দিরাই, জেলা- সুনামগঞ্জ ৪। সোহেল আহমদ (৩০), পিতাঃ- মৃত আব্দুল আলী, সাং- পূর্ব কুশিঘাট, থানাঃ- শাহপরান, এসএমপি সিলেট, ৫। মো. ফোরকান হোসেন (৩২), পিতা- মো.আব্দুস ছাত্তার, সাং-গ্রামতলা, থানাঃ বড়লেখা, জেলা- মৌলভীবাজার ৬। মো. ময়নুল ইসলাম অপু (৩৫), পিতা-মৃত মো. ফারুখ মিয়া, সাং-ইসলামপুর মেজরটিলা, থানা শাহপরান, এসএমপি সিলেট, ৭। মো. আতিকুর রহমান (৪০), পিতা-মো. আফতাব উদ্দিন, সাং-শিমুলবাগ, থানাঃ দক্ষিণ সুনামগঞ্জ, জেলা-সুনামগঞ্জ ৮। মোঃ আলামিন মিয়া (২২), পিতাঃ মোঃ ফারুখ মিয়া, সাং-কল্যাণপুর, থানা-তাহেরপুর, জেলা- সুনামগঞ্জ ৯। আশরাফ(৫১), পিতা-আব্দর রউফ, সাং-বগডহর, থানাঃ নবীনগড়, জেলাঃ ব্রাম্মণবাড়ীয়া ১০। ইয়াছিরুল (১৮), পিতাঃ নূর উদ্দিন, সাং-গাঘটিয়া, থানাঃ তাহেরপুর, জেলাঃ সুনামগঞ্জ’দের গ্রেফতার করে তাদের হেফাজত থেকে জুয়া খেলার কার্ড ও নগদ ৩৫০০ টাকা জব্দ করা হয়। ধৃত জুয়ারিদের বিরুদ্ধে র‌্যাব জুয়া আইনে মামলা দায়ের করে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।