আজ-  ,


সময় শিরোনাম:
«» সিলেটের সিলাম-মোহাম্মদপুর সড়কের বাদশাহী টিলা মোড়ে পানি নিষ্কাশনের পথ খুলে দিলেন এসিল্যান্ড «» কমলগঞ্জের শমশেরনগরে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত «» ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা «» উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ): সম্পদ বিকাশই লক্ষ্য; পদে থাকা প্রার্থীদের আয় ১০ বছরে বেড়েছে প্রায় সাড়ে পাঁচশ শতাংশ: টিআইবি «» এই সরকারে আমলে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্নরুপে নিয়ন্ত্রণে রয়েছে – মৌলভীবাজারে পুলিশের আইজিপি  «» সংবাদ সম্মেলন: ”বৈশ্বিক মতপ্রকাশের স্বাধীনতা প্রতিবেদন” প্রকাশ «» মৌলভীবাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা «» স্থিতাবস্থা জারি থাকায় দ্বিতীয় ধাপে হচ্ছেনা মৌলভীবাজার সদরে নির্বাচন রাজনগর ২১ মে নির্বাচন «» বগুড়া  আদমদীঘিতে ইউএনও’র মত বিনিময় সভা  «» বগুড়া আদমদীঘিতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

কবিতা গর্ভধারিণী মা জ য় না ল আ বে দী ন

গর্ভধারিণী মা
জ য় না ল আ বে দী ন

সারা দিনের কর্ম শেষে মধ্য রাতে ফিরলাম যখন বাড়ী
এসে দেখি দরজা খুলে পথও চেয়ে বসে আছেন এক মহীয়সী নারী।

আবেগ ঘন কন্ঠে বলেন তিনি-এসেছিস তুই খোকা
বল্লাম আমি-কেন? দরজা খুলে পথও চেয়ে বসে আছো একা,
বলেন তিনি মুখে হাত বুলিয়ে শুকিয়ে গেছিস কেমন,
মধ্য রাত হয়ে গেছে আসছিস না তুই তোর জন্য আর্তনাদ করছিল আমার মন।

বল্লাম তাকে খেয়েছ কি তুমি?
বল্লেন আমায়-তোকে ছাড়া কখনো খেয়েছি কি আমি।

কথা শোনে তাকে জড়িয়ে ধরলাম বুকে
বল্লেন তিনি,
পাগল ছেলে কিসের এতো কষ্ট তোর বলনা তুই মাকে,
আমি তো সব বুঝি আমি যে তোর মা
দোয়া করি তোর জন্য-সুখি হবি যা।

বল্লাম তাকে তুমি আছো বলে এতো ভালোবাসা পাই,
তোমার মতো এতো আপন এপৃথিবীতে নাই।

কত কষ্ট দেই তোমায় ওগো গর্ভধারিণী মা
শোধ করতে পারবো না ঋণ সারা জীবন ধুইলে তোমার পা।

মায়ের মতো হয় না কেউ এতো আপন জন
তাহার পায়ের নীচে স্বর্গ আছে-মহান তাহার মন।