আজ-  ,


সময় শিরোনাম:

জয়ন্ত প্রসাদ গুপ্ত এর ৩টি কবিতা

জয়ন্ত প্রসাদ গুপ্ত এর ৩টি কবিতা

উপলব্ধি

ছল ছল উচ্ছল যৌবন হিল্লোল
দিগন্ত থেকে দিগন্তে উচ্ছ্বাস কলরোল
দেহ মন্থনে বুঝি জীবনের চরম পরম প্রাপ্তি
নিদ্রাহাঁরা রাত
যৌবন জানে না যে ক্লান্তি বা সুপ্তি।
তবে বসন্তে ঘনায় কেন বাদলের দুর্যোগ!
যৌবনাবেগে আপ্লুত হৃদয় সমুখে উদ্যত দুর্ভোগ।
তরঙ্গ ফেনিল সাগরের কী প্রশান্ত তলদেশ
লীলায়িত উচ্ছ্বাসের সেথা প্রবেশ নিষেধ।
ধ্যান নিমগ্ন যোগী বুঝি প্রেমিক পুরুষ-
উর্বশী মেনকা নয়
দুশ্চর তপস্যায় এক পার্বতীই পারে
তার মাঝে জাগাতে পুনঃমদনের হুঁশ।

+++++++++++++++++++++++

দিবাস্বপ্ন

আমার প্রদোষ বেলায়-
কে এসে দাঁড়ালে লঘুপায়
আমার দুয়ারে!
তাকে সাদরে বরণ করে নিয়ে এলাম ঘরে।
হাত দু’টি ধরে কতক্ষণ রহিলাম চাহি
নয়নে নয়ন রাখি
শেষে তাহার অধরপুটে
অতি সযতনে একটি চুম্বনরেখা দিনু আঁকি
বুঝিলাম জীবনটা এখনও হয়ে যায় নাই ফাঁকি।
গভীর নিশীথে কোমল শয্যা পাতি
আজ তুমি হবে মোর জেগে থাকার সাথী।
বক্ষে বক্ষে পরশিয়া
বুঝিব একাকার হয়ে গেছে দু’টি হিয়া।
আজ রজনীতে রজনীগন্ধা
শিয়রে থাকিবে জাগি
বাতায়নপথে প্লাবন আনিবে
ভরা পূর্ণিমার অমল জোছনারাশি।
কারো মুখে না থাকিবে কথা
উভয়ের বক্ষস্পন্দনে মূক মূখরতা।
নিশির প্রহর শেষে
দিগন্তে শুকতারা জাগিবে হেসে।
পাখিদের কলতান
ফুলের আঘ্রাণ
ফিরায়ে আনিবে মোদের
দিবসের কর্মের উদ্যমে
স্বপ্ন জড়ানো ঐ রাত
প্রেরণা হয়ে থাকবেই মোদের মরমে।
১২-০৩-২০২৪ইং

++++++++++++++++++++++

অনুমতি দাও যদি

ওগো সবিতা,
অনুমতি দাও যদি
তোমায় নিয়ে লিখি একটি কবিতা।

যবে দেখি তব রূপ
আমি নির্বাক নিশ্চুপ।
তব কৃষ্ণ কুঞ্চিত কেশরাজি
মনে হয় মেঘ যেন উঠিয়াছে সাজি।
তোমার ও দু’টি নয়ন
মনের নিভৃতে জাগায় স্বপন।
তুমি যবে কথা বলো,
হৃদয় গভীরে মোর
কী এক প্রবাহ বয়ে চলে ছলোছলো।
তোমার মুখের হাসি
যেন বলে যায়- ভালবাসি।
তোমার চলার ছন্দ দোলায়
মোর জীবনের সব ব্যথাকে ভোলায়।
তোমার গানের সুর বহুদূর
যখন বাতাসে ছড়িয়ে যায়
মোর মন অভিসারে চলে অলকায়।
ওগো সবিতা,
ক্ষমা কোরো-
যদি অপরাধ করে থাকি
লিখে এই কবিতা।
১১-০৩-২০২৪ইং