আজ-  ,


সময় শিরোনাম:
«» এনআইসি অন স্কাউটিং ইউএসএ মিডিয়া হাব দলের তৃতীয় আইএমএস জাম্বুরি সফলের লক্ষ্যে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত «» বৃটেনের কার্ডিফে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন «» ডুমুরিয়ায় বাংলাদেশ সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের ঈদ উপহার সামগ্রী বিতরণ «» বগুড়ায় চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার প্রধান ২ আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১২ «» মৌলভীবাজারে বাঙ্গালীর প্রাণের উৎসব ১লা বৈশাখ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান «» দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে মিলে মিশে কাজ করতে হবে।———কমলগঞ্জে কৃষিমন্ত্রী «» বৃটেনে কার্ডিফের লর্ড মেয়র ম্যানসন হাউসে ইফতার পাটি ও চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত «» বগুড়ায় নতুন বর্ষবরণ ১৪৩১উপলক্ষে বগুড়ায় উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আনন্দ শোভাযাত্রা «» বগুড়া আদমদীঘিতে বাংলা বর্ষবরণ উৎসব «» বগুড়ায় গরুর পঁচা কলিজা বিক্রির দায়ে মাংস বিক্রেতার জরিমানা#

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের অদম্য পাঠশালায় প্রীতিলতা স্মরন

বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী বীর কন্যা প্রীতিলতার ৮৮তম আত্মাহুতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় পীরেরবাজারে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে পরিচালিত অদম্য পাঠশালায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অন্যানদিনের মতো অদম্য পাঠশালায় পাঠ্যদান শেষে ছাত্র ফ্রন্ট মহানগর আহ্বায়ক সনজয় শর্মা সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, ছাত্রফ্রন্ট নেতা ইমন আহমদ, মিছবা উদ্দিন, রাজন আহমদ। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সাগর শর্মা, উৎপল, শর্মা, মিলাদ আহমদ, রাজন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে বীর কন্যা প্রীতিলতার জীবনদান নতুন প্রজন্মনের কাছে শিক্ষনীয়। দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে প্রীতিলতার আত্মাহুতি প্রেরনা হয়ে থাকবে। বক্তারা প্রীতিলতার জীবন থেকে শিক্ষা নিয়ে আগামীর সমাজ নির্মাণে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে প্রীতিলতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।