আজ-  ,


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে সরকারি যাকাত ফাণ্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা «» কমলগঞ্জে চা শ্রমিকের লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়না তদন্তে «» বগুড়া সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত «» মৌলভীবাজার দুর্লভপুর এলাকায় পাইপ ও গ্যাসের রাইজার লাইন ঝুকিপূর্ণ : অগ্নি দুর্ঘটনা‘র আশংকা «» Destructive;Anarchy and Insecurity Will Increase On the Roads: TIBDhaka «» ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত «» ভোক্তা-অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান ও জরিমানা «» নওগাঁয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন «» মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ঠে একই পরিবারের ৫জন নিহত ও গুরুতর আহত-১

কুলাউড়ায় কবি সাহিত্যিক ও লেখক পরিষদের জেলা নেতৃবৃন্দকে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কবি সাহিত্যিক ও লেখক পরিষদ মৌলভীবাজার জেলার নবগঠিত কমিটিকে উষ্ণ সংবর্ধনা ও মতবিনিময় সভা গতকাল ২১ /৯/২০ইং তারিখ বিকাল ৪ ঘটিকার সময় পরিষদের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি লেখক অধ্যাপক মোতাহের হোসেনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক কবি, সাহিত্যিক ও কলামিস্ট মোঃ মুহিবুর রহমানের মনোমুগ্ধকর সঞ্চালনায় কুলাউড়া দক্ষিণবাজারস্হ পরিষদের অস্থায়ী কার্যালয এসএম প্লাজায় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি কবি, সাহিত্যিক ও লেখক সৈয়দ শওকতুজ্জ্বামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক এ,কে,এম তাহিরুল হক, শিক্ষক ফোরামের সভাপতি অধ্যক্ষ মোঃ সামছুল ইসলাম, আমাদের ফোরাম পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ দুদু মিয়া তানভীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি এম তোফায়েল হোসাইন খান জমসেদ, সাহিত্যিক ফারুক আহমেদ, কবি দেলোয়ার আহমেদ, কবি ও ছড়াকার মোঃ ফখরুল ইসলাম, কবি ও সাহিত্যিক মোঃ লুৎফুর রহমান, মোঃ অলিউর রহমান, লেখক হরে কৃষ্ণ দাশ, সাহিত্যিক পরিতোষধর, বিশ্বজিৎ দাস, নাট্যকার অনিবার চন্দ্র মল্লিক প্রমুখ। উল্লেখ্য যে টেলি কনফারেন্সে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান পরিষদের জেলা কমিটির সহ-সভাপতি কবি সাহিত্যিক সাংবাদিক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, যুগ্ন সাধারণ সম্পাদক জুড়ি প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লেখক ও সাংবাদিক মাহফুজ শাকিল, কবি ও সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়, কবি ও গীতিকার এম রাজু। মনোমুগ্ধকর আনন্দঘন পরিবেশে কবিতা আবৃত্তি, ছড়ায়-ছড়ায়, গল্পে-গল্পে এক আনন্দমুখর সাহিত্য আড্ডায় জমে উঠে মত বিনিময় সভা। খুব শিগগিরই জেলার পূর্ণাঙ্গকমিটির তালিকা গণমাধ্যমে প্রকাশ সহ সকল উপজেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয। কুলাউড়ায গুনীজন, সুশীল সমাজ, কবি ও সাহিত্যিকের উষ্ণ সংবর্ধনা ও আতিথেয়তায ভূয়শী প্রশংসা করেন জেলা নেতৃবৃন্দ। সমস্ত জেলায় সাহিত্য ও সংস্কৃতির বৈপ্লবিক পরিবর্তনের প্রত্যয় ব্যক্ত করেন সকল নেতৃবৃন্দ। মিষ্টি মুখ ও চা চক্রের মাধ্যমে প্রাণবন্ত সাহিত্য আসর রাত ৯ টা পর্যন্ত চলে এ যেন একটা প্রাণবন্ত ছোট গল্পের মতো শেষ হয়েও হইলো না শেষ।