আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ইউকে বিডি ইনডোর ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত «» কার্ডিফে ইউকে ওয়েলস আওয়ামী লীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত «» কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত «» কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন «» ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার কাউন্সিল সম্পন্ন «» শ্রীমঙ্গল শ্রী শ্রী গৌরি শংকর বাবার আশ্রমে বাসন্তী ও দশমহাবিদ্যা মায়ের পুজা অনুষ্ঠিত «» মৌলভীবাজার পৌরসভার দক্ষিণ বড়কাপন জামে মসজিদের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন «» নওগাঁয় সড়কে প্রাণ গেল বাবা-মার,হাসপাতালে ছেলে «» বগুড়া আদমদিঘীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত «» ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২,

রাজনগরে কুয়েত প্রবাসীর উপর সন্ত্রাসী হামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগর উপজেলার ৭নং কামারচাক ইউনিয়নের মৌলভী চক গ্রামে পূর্ব বিরোধের জের ধরে আজ ২১ সেপ্টেম্বর সকালে কুয়েত প্রবাসী ভাই আব্দুল মান্নান চৌধুরী (৫০) ও তার পুত্র মুমিন চৌধুরী (১৮) এর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসী আব্দুল মান্নান চৌধুরী ও অন্যান্য লোকজন জানান- দীর্ঘ ১৬ বছর যাবৎ কুয়েতে অবস্থান কালে তার অর্জিত প্রায় ৩৭ লক্ষ টাকা পরিবারের লোকজন ব্যয় করেন। প্রায় ৩ মাস আগে কুয়েত থেকে বাংলাদেশে এসে এসব টাকার হিসাব চাইলে শুরু হয় নানা টালকাহানা। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোন সমাধান হয়নি। আজ ২১ সেপ্টেম্বর সকালে র্প্বূ পরিকল্পনা অনুযায়ী তার আপন ভাই রকিব চৌধুরী (৩৮), আব্দুল আলিক চৌধুরী (৩২), আব্দুল আলিম চৌধুরী, আল আমিন, রেহেনা বেগম ও জোহরা বেগম তাদের হাতে থাকা চাকু, দা, লোহার রড়সহ দেশীয় অস্ত্র হাতে নিয়ে প্রাণে মারার লক্ষ্যে মাথা ও পায়ের বিভিন্ন অঙ্গ লক্ষ্য করে প্রবাসী আব্দুল মান্নান চৌধুরী এর উপর হামলা চালায়। এবং তাকে মাটিতে শয্যাশায়ী করে গলায় কাপড় বেঁধে ফেলে। এ সময় তাদের হামলায় মুমিন চৌধুরীসহ অন্যান্য লোকজন আহত হন। হাল¬া চিংকার শুনে এলাকার লোকজন চলে আসলে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়।