আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়াতে দুর্ভোগে গ্রামবাসী «» বগুড়া সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» কাজী নিবাস-এর আয়োজনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে বেড়েছে কিশোর গ্যাং অতিষ্ঠ জনজীবন ____মোয়াজ্জেম চৌধুরী «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা «» নওগাঁয় প্রচন্ড তাপদাহে হাসপাতালে বেড়েছে রোগী «» বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ «» মৌলভীবাজারে চোরাই গাড়ি বানিয়াচং থেকে উদ্ধার : গ্রেফতার ১ «» জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

বৈরাগী-সিংগেরকাছ বাজার রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার বৈরাগী বাজার হইতে সিংগেরকাছ বাজার পর্যন্ত রাস্তা সংস্কারের দাবীতে ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় সিংগেরকাছ বাজারে সিংগেরকাছ এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এইচ,এম আরশ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিংঙ্গের কাছ আলিম মাদ্রাসার আরবী প্রভাষক কাজী নুর উদ্দিন।
আবু তাহের মিছবাহ’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী হাফিজ আরব খাঁন, সিংঙ্গের কাছ আলিম মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন, হাফিজ জমশেদ আলী, আব্দুল মুকিত, খলিলুর রহমান, নিজাম উদ্দিন, আলী জুনেল, মুহিন আহমদ নেপুর, আক্তার হোসেন শেখ, আখতার হোসেন।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত বৈরাগী বাজার হইতে সিংঙ্গেরকাছ বাজার পর্যন্ত রাস্তা সংস্কারবিহীন থাকার ফলে অত্র রাস্তা দিয়ে চলাচলে এলাকাবাসীকে চরম দূর্ভোগ পোহাতে হয়। প্রতিনিয়ত গর্ভবতী মহিলা ও রোগীদের নিয়ে বিপাকে পড়তে হয়। রাস্তাটির করুণ দশার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাই এলাকাবাসীর দূর্ভোগ লাগবে রাস্তাটির সংস্কার করা এখন সময়ের দাবী।
বক্তারা জরুরী ভিত্তিতে রাস্তা সংস্কারে কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, হাবিবুর রহমান, কুতুব উদ্দিন, শাহ আমীর, মাওলানা আব্দুর রব, মাওলানা আব্দুল খালিক, নজাবত আলী, মনোহর আলী, দুলাল আহমদ, মিসবাহ উদ্দিন মিজু, শাহিন মিয়া, ফাহাদ আহমদ, আমিনুর রশীদ, ফাহিম, শামীম খান, সাহাব উদ্দিন, হারুন মিয়া, মোহাম্মদ আলী, মামুন, নজরুল আমীন, রাসেল, ছয়ফুল, মিজান প্রমুখ।