আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়াতে দুর্ভোগে গ্রামবাসী «» বগুড়া সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» কাজী নিবাস-এর আয়োজনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে বেড়েছে কিশোর গ্যাং অতিষ্ঠ জনজীবন ____মোয়াজ্জেম চৌধুরী «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা «» নওগাঁয় প্রচন্ড তাপদাহে হাসপাতালে বেড়েছে রোগী «» বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ «» মৌলভীবাজারে চোরাই গাড়ি বানিয়াচং থেকে উদ্ধার : গ্রেফতার ১ «» জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

শ্রীমঙ্গলে নবজাগরণ ও প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

 এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবজাগরণের বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার সকাল আট ঘটিকায় ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ ও প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের যৌথ উদ্যোগে ভূনবীর পশ্চিম পাড়ার কবরস্থানের চতুর্পাশে আরো অর্ধশত বৃক্ষ রোপণ করা হয়। উক্ত কবরস্থানের চতুর্পাশে দুই ধাপে  এপর্যন্ত দেড় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
অত্র সংগঠনের সভাপতি মুহাম্মদ লুৎফুল হক লোকমান নেতৃত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জুনাইদ আহমদ জুনেদ, সহ-সভাপতি বদরুজ্জামান রুবেল ও মোঃ মিজান মিয়া,সাধারণ সম্পাদক জালাল আহমদ সেলিম,  সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল আহমদ,বৃক্ষ রোপণ কর্মসূচী বাস্তবায়ন কমিটির প্রধান মুহাম্মদ আবুল মিয়া ও অন্যতম সদস্য মোঃ রাসেল মিয়া প্রমুখ।এছাড়াও ভূনবীর পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মাওঃ মঈনুদ্দিন,সেক্রেটারী  মোঃ আমান মিয়া,আবিদ মিয়া,আব্দুল হাই, আলাল মিউয়া,ফুল মিয়া,আব্দুল আজিজ, লুৎফুর মিয়া,উস্তার মিয়া সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ভূনবীর নবজাগরণ ইসলামী যুব সংঘ ও প্রজেক্ট ওয়ান মিলিয়ন প্লান্টেশনের যৌথ উদ্যোগে গতকাল মতিগঞ্জ রাজ্জাকিয়া দারুল উলুম মাদ্রাসা, মতিগঞ্জ বুনিয়াদি জামে মসজিদ ও ভূনবীর চৌমুহনাস্থ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অর্ধশত চারা রোপণ করা হয় এবং এ মৌসুমে এ পর্যন্ত ছয় শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।