আজ-  ,


সময় শিরোনাম:
«» শমশেরনগর হাসপাতাল কমিটির সহ-সভাপতি মনোনীত হলেন ধলাইর ডাক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ আনহার আলী «» কার্ডিফে ইউকে ওয়েলস আওয়ামী লীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত «» কমলগঞ্জে সরকারি যাকাত ফাণ্ডে যাকাত সংগ্রহ সংক্রান্ত মতবিনিময় সভা «» কমলগঞ্জে চা শ্রমিকের লাশ সৎকার থেকে উদ্ধার করে ময়না তদন্তে «» বগুড়া সান্তাহারে ৭২ হাজার টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার «» বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় একজন নিহত «» মৌলভীবাজার দুর্লভপুর এলাকায় পাইপ ও গ্যাসের রাইজার লাইন ঝুকিপূর্ণ : অগ্নি দুর্ঘটনা‘র আশংকা «» Destructive;Anarchy and Insecurity Will Increase On the Roads: TIBDhaka «» ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার বদর দিবসের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত «» ভোক্তা-অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান ও জরিমানা

নওগাঁ সাপাহারে হাটবার করে ইউনিয়ন পরিষদ সমূহে পুলিশী সেবা প্রদান।

মোঃ শিমুল হাসান,  (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে হাটবার করে ইউনিয়ন পরিষদ সমূহে পুলিশী সেবা প্রদান করছেন বিট পুলিশিং কার্যালয়ে দ্বায়িত্ব প্রাপ্ত সাপাহার থানার জনবান্ধব পুলিশ সদস্যরা।গত ১৩ আগস্ট সাপাহার সদর ইউনিয়ন পরিষদে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনের মধ্যদিয়ে উপজেলার ৬ টি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই সাংবাদিকদের জানান, মুজিব বর্ষের অঙ্গীকার বাস্তবায়নে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া স্যারের সার্বিক দিক নির্দেশনায় জনগনের দোড়গোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সমূহে হাটবার করে পুলিশী সেবা প্রদান করছেন সাপাহার থানার জনবান্ধব পুলিশ সদস্যরা। এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সরাসরি সাধারন ডায়রি (জিডি) ও যেকোন অভিযোগ গ্রহন করবেন বিট পুলিশিং কার্যালয়ে দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। তিনি জানান, শনিবার সাপাহার সদর এসআই নয়ন কুমার কর, রোববার আইহাই এসআই মানিক হোসেন, সোমবার গোয়ালা এসআই জাহিদুল ইসলাম, মঙ্গলবার শিরন্টী এসআই সাম মোহাম্মদ, বৃহস্পতিবার তিলনা এসআই শুকুর আলী এবং শুক্রবার করে পাতাড়ী ইউনিয়ন পরিষদে এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় সাপাহার থানা পুলিশ টিম উপস্থিত থেকে এ সেবা প্রদান করবেন।