আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়াতে দুর্ভোগে গ্রামবাসী «» বগুড়া সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» কাজী নিবাস-এর আয়োজনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে বেড়েছে কিশোর গ্যাং অতিষ্ঠ জনজীবন ____মোয়াজ্জেম চৌধুরী «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা «» নওগাঁয় প্রচন্ড তাপদাহে হাসপাতালে বেড়েছে রোগী «» বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ «» মৌলভীবাজারে চোরাই গাড়ি বানিয়াচং থেকে উদ্ধার : গ্রেফতার ১ «» জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

রাজনগরে ইউপি মেম্বারের বিরুদ্ধে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ রাজনগরে ৫নং রাজনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মইন উদ্দিন চৌধুরী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকারী পাকা ঘর নির্মাণ করে দেওয়ার মিথ্যা আশ্বাষ দিয়ে এলাকাবাসী কাছ থেকে নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ আল আমিন আশরাফ গংদের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে- মেম্বার মইন উদ্দিন চৌধুরী ও তার অন্যান্য সহযোগীদের মাধ্যমে প্রায় দেড় বৎসর পূর্বে এলাকার হতদরিদ্র লোকজনদের কাছ থেকে সরকারী ভাবে পাকা ঘর নির্মাণ করে দেওয়ার মিথ্যা আশ্বাষ দিয়ে তাদের ভোটার কার্ডের ফটোকপি এবং ১৫শত টাকা থেকে নগদ ২ হাজার টাকা গ্রহণ করেন। সরকারী ঘর না পাওয়ায় এলাকার লোকজন মেম্বারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সময় ক্ষেপন করতে থাকেন। পরবর্তীতে এলাকার হতদরিদ্র লোকজন তাদের টাকা ও ভোটার কার্ডের ফটোকপি ফেরৎ চাইলে মেম্বার সেই টাকা ও ভোটার কার্ডের ফটোকপি ফেরৎ দেননি। সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর ( স্বারক নং- ০৫.৪৬.৫৮৮০.০০৩.০১.০৩১.১৭-৬৪০) স্বারকে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা পাল এর কার্যালয়ে এ বিষয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানী অনুষ্টিত হয়েছে।