আজ-  ,


সময় শিরোনাম:
«» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হওয়াতে দুর্ভোগে গ্রামবাসী «» বগুড়া সান্তাহারে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার «» কাজী নিবাস-এর আয়োজনে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ «» মৌলভীবাজারে বেড়েছে কিশোর গ্যাং অতিষ্ঠ জনজীবন ____মোয়াজ্জেম চৌধুরী «» কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত «» কমলগঞ্জে শমশেরনগরে রেলপথ ঘেষে জমে উঠে অবৈধ পশুর হাট; দুর্ঘটনার আশঙ্কা «» নওগাঁয় প্রচন্ড তাপদাহে হাসপাতালে বেড়েছে রোগী «» বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে পথচারীদের বিশুদ্ধপানি ও খাবার স্যালাইন বিতরণ «» মৌলভীবাজারে চোরাই গাড়ি বানিয়াচং থেকে উদ্ধার : গ্রেফতার ১ «» জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

সিলেট গোয়েন্দা পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতারঃ

অদ্য ১৪/০৯/২০২০খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) সারোয়ার হোসেন ভুইয়া, এএসআই/ সঞ্জয় চন্দ্র দে, এএসআই/ মোঃ আমির হোসেন আমু,  কনস্টেবল/ তাওয়াবুর রহমান, কনস্টেবল/ মোঃ ইকবাল হোসেন, কনস্টেবল/ মোঃ আব্দুল আহাদ,  কনস্টেবল/ দীপু সিংহ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন চারাদিঘিরপাড় ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এর কার্যালয়, সিলেট এর মেইন গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ নজরুল (২৮), পিতা- আব্দুল করিম, মাতা- হাফিজা বেগম, সাং- বাদাঘাট ২৭, রাজারগাঁও, জালালাবাদ, জেলা- সিলেট, ২। মোঃ ফাহিম আহমদ চৌধুরী (২২), পিতা- মোঃ জামাল উদ্দিন, মাতা- মোছা: ফরিদা আক্তার, সাং- সাফাচখ, কাউকড়া, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট, বর্তমানে- বাসা নং- ২২৭, রোড নং- ৬, ব্লক-ই, শাহজালাল উপশহর, থানা- শাহপরাণ (রহঃ), জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ৫৫ (পঞ্চান্ন) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজশে সিলেট শহরের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে। অনুসন্ধানে আরো জানা যায়, ১নং আসামী নজরুলের বিরুদ্ধে এসএমপি এর জালালাবাদ থানার এফ আই আর নং-৬/৬, তারিখ- ০৬ জানু, ২০১৯; সময়- ২০.৪৫ ঘটিকা ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ মামলাটি রয়েছে। 
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।