আজ-  ,


সময় শিরোনাম:
«» বগুড়া সান্তাহারে টিকিট কাউন্টার থেকে মাদকসেবীর  লাশ উদ্ধার «» বাইরে সিল মেরে ব্যালট বাক্সে ঢোকানোর সময় প্রিসাইডিং কর্মকর্তা ও এজেন্ট আটক «» শমশেরনগর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন ইংল্যান্ড প্রবাসী শিবলী আহমেদ চৌধুরী «» মৌলভীবাজারে বিসমিল্লাহ ইউকে চ্যারিটি সংগঠনের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» আজ জুড়ি উপজেলা নির্বাচন- নির্বাচন ঘিরে উৎফুল্ল বিএনপি নেতাকর্মীরা  «» বগুড়ায় মজুরি বৈষম্যের শিকার  নারী শ্রমিকরা «» কমলগঞ্জে ঐতিহাসিক উসমানগড় মাঠে সরকারি ভূমি দখলের হিড়িক «» বিসমিল্লাহ ইউ,কে চ্যারিটি সংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বড়কাপন সৈয়দবাড়ী জামে মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণে মুক্ত হস্তে দান করার আহবান «» সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন হয়েছেন চৌধুরী মামুন আকবর

মৌলভীবাজার মডেল থানা পুলিশের আরও একটি সাফল্য

ফয়েজ উর রহমান সোহেল: মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম) বার এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান এর দিক নির্দেশনায় ও মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক এর সার্বিক তত্বাবধানে পুলিশ পরিদর্শক হুমাইন কবির,এসআই জিয়াউল ইসলাম অন্যন্য ফোর্সদের সাথে নিয়ে গোপন অভিযান পরিচালনা করে ডাকাতি মামলার ২জন আসামীকে কুমিল­া জেলার সদর দক্ষিন থানাদিন সোয়াগাজি এলাকা থেকে গত ১৩ আগষ্ট গ্রেপ্তার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলেন- মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০২ তারিখ ০১/০৩/২০২০ ধারা ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড এজহার নামীয় আসামী সদর উপজেলার আথানগিরী এলাকার চান্দ আলীর পুত্র রজব আলী (৩৫)। এবং মৌলভীবাজার মডেল থানার মামলা নং ০৫ তারিখ ০৩/০২/২০২০ ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী একই এলাকার আব্দুল আলিম এর পুত্র খলীল মিয়া (৪৫)। আটককৃতরা দুর্র্ধষ প্রকৃতির ডাকাত এবং আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানাসহ সিলেটের বিভিন্ন থানায় ডাকাত রজব আলীর বিরুদ্ধে ডাকাতি মামলাসহ মোট ০৮ টি মামলা এবং ডাকাত খলিল এর বিরুদ্ধে ডাকাতিসহ মোট ০৫ টি মামলা রয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেনে মডেল থানার এসআই জিয়াউল ইসলাম। পুলিশ আরো জানায়, গ্রেপ্তার পরবর্তি আসামী ডাকাত খলিলের দেওয়া তথ্যমতে ১ টি স্বর্ণের চেইন যার মুল্য অনুমান ৪০ হাজার টাকা উদ্বার পুর্বক জব্দ করা হয়। এবং পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।আটককৃতদের আজ ১৪ আগষ্ট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।