আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে চোরাই গাড়ি বানিয়াচং থেকে উদ্ধার : গ্রেফতার ১ «» জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শংকর রায় এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ «» শমশেরনগর হাসপাতালে অমরাবতি চেয়ারম্যান শেবুল চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা ও বৃক্ষের চারা প্রদানের ঘোষণা «» এনআরবি লাইফ-প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা : পাচ্ছেন ৫ কৃর্তিমান লেখক «» কমলগঞ্জে গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা «» কমলগঞ্জে বিনা ধান-২৫ এর পরীক্ষামূলক চাষাবাদে বাম্পার ফলন «» বগুড়া আদমদীঘিতে একাধিক মামলার আসামি রাজু পাহালোয়ান অস্ত্রসহ গ্রেফতার «» স্ত্রীকে হত্যার ধারে স্বামীর মৃত্যুদন্ডাদেশ «» মহামতি কমরেড লেনিনের ১৫৫-তম জন্মদিন উপলক্ষে «» মৌলভীবাজার হোটেল শ্রমিক\ইউনিয়নের স্মারকলিপি

মৌলভীবাজার দীর্ঘদিন সচল না থাকায় অত্যাধুনিক দুবাই ফান সিটি পার্কে যন্ত্রাংশের ক্ষতি, সংকটে মালিক

দুরুদ আহমেদঃ মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর দুবাই ফান সিটি পার্ক  দীর্ঘদিন পরিত্যক্তের মতো পড়ে থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ২৬ মার্চ থেকে দেশের সব পার্কসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ ঘোষণা করা হয়। দুই মাসের বেশি সময় ধরে পার্কটি পরিচালিত হয়নি। দুবাই ফান সিটি প্রতিটি খেলনা রাইডে যন্ত্রাংশের ঝং ধরেছে, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার এনে সারাতে অনেক সময় ও ঢাকা লাগবে রাইডার গুলো খুলা আকাশের নিচে, দীর্ঘসময় সচল না থাকায় রক্ষণাবেক্ষণের অভাব এবং রোদ-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, নদী ও কৃষি জমির পাশে তাই ইদুর লাখ লাখ টাকার বিদ্যুতের তাঁর কেটেছে যাহা আর ব্যবহারের উপযোগী নয়, সুইমিংপুলসহ পার্কের ভেতরের অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ অকেজো ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, পার্কে মালিক জানিয়েছেন, বিকল হয়ে পড়া এসব যন্ত্রাংশ মেরামতে হিমশিম খেতে হবে,গত দুই মাসে এই ক্ষতির পরিমাণ লাক্ষ লক্ষ টাকা। মালিকের সাথে কথা বলে জানা গেছে, করোনার কারণে আয় বন্ধ থাকলেও ব্যাংক ঋণের টাকা,পার্কের রাইড চালক হেল্পারদের ও কর্মচারির বেতনভাতা পরিশোধ করতে হচ্ছে। এর ওপর পার্কে এমন ক্ষতি মালিককের আরও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। এমন ক্ষতি পোষাতে অনেক বেগ পেতে হবে পার্কে খাতকে। পার্কটি রানিংয়ের ওপর থাকে তখন পার্কে যত্ন নেওয়া হয়। যন্ত্রাংশগুলো সচল থাকে। আর যখন পার্কটি বন্ধ রাখা হয় তখন যন্ত্রাংশগুলো ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে।বিশাল একটা ক্ষতির মুখে পড়ে গেছি। এই ক্ষতির পরিমাণটাও কিন্তু ছোট হবে না।