আজ-  ,


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে ইউকে বিডি ইনডোর ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত «» কার্ডিফে ইউকে ওয়েলস আওয়ামী লীগের ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত «» কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত «» কমলগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন «» ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার কাউন্সিল সম্পন্ন «» শ্রীমঙ্গল শ্রী শ্রী গৌরি শংকর বাবার আশ্রমে বাসন্তী ও দশমহাবিদ্যা মায়ের পুজা অনুষ্ঠিত «» মৌলভীবাজার পৌরসভার দক্ষিণ বড়কাপন জামে মসজিদের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন «» নওগাঁয় সড়কে প্রাণ গেল বাবা-মার,হাসপাতালে ছেলে «» বগুড়া আদমদিঘীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত «» ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২,

মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

 

আব্দুল বাছিত খান,মৌলভীবাজারঃ

কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চবিদ্যালয়ে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। কোচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়াত, বিদ্যালয়ের বিদ্যুৎ বিল, মডেল টেস্ট, উন্নয়ন, অনলাইনে ফরম পূরণের খরচসহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ২ হাজার ৭-৮ শত  টাকা আদায় করা হচ্ছে। এ ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনাও মানা হচ্ছে না, কোনো প্রকার রিসিটও দেওয়া হচ্ছে না। যে সকল শিক্ষার্থীরা তাদের চাহিদা মত টাকা দিতে পারেনা তাদের সাথে খারাপ আচরণ করেন কেরানী রাজিব দাশ।ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান,  ফরম পূরণের টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়ন কিংবা কোচিং ক্লাসসহ বিভিন্ন  খাতে মোটা অঙ্কের টাকা ধরা হয়েছে। বিদ্যালয়ের কেরানী রাজিব দাশ  খারাপ আচরণের কথা অস্বীকার বলেন,  আমি প্রধান শিক্ষকের নির্দেশে  ২৭০০ টাকা করে নিচ্ছি।  আমি টাকা জমা রাখার মালিক এসব প্রধান শিক্ষক জানেন। কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার  পাল নান্টু বলেন,  আমরা সাইন্সে ১৯৯০ টাকা ও আর্সে ১৯০০ টাকা করে নিচ্ছি। যে সকল শিক্ষার্থীদের কাছ অতিরিক্ত ফি নেওয়া হয়েছে তা ফেরত দেওয়া হবে।এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলে  তিনি তা রিসিভ করেন নাই।